Advertisement
Us Bangla Airlines
নারী ডিপিএলে আম্পায়ার রেবেকা সুলতানার অভিষেক

নারী ডিপিএলে আম্পায়ার রেবেকা সুলতানার অভিষেক

খেলা ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯

জাতীয় দলের ব্যস্ততা আপাতত নেই। আন্তর্জাতিক সূচির অবসরে ঘরোয়া লিগে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ওয়ানডে ফরম্যাটে ঘরোয়া ক্রিকেটের বড় আসর নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সেখানে ব্যাটে-বলে মহড়া দিচ্ছেন জ্যোতি-সালমারা।

টাইগ্রেসদের বাইশ গজের ব্যস্ততার মাঝে নতুন মাইলফলক স্পর্শ করেছেন নারী আম্পায়ার রেবেকা সুলতানা। গতকাল বিকেএসপি এবং কলাবাগান ক্রীড়া চক্র ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ার হিসেবে যাত্রা শুরু হয়েছে তার। এছাড়া পঞ্চম নারী আম্পায়ার হিসেবে অভিষেকের খাতায় নাম লিখিয়েছেন এই আম্পায়ার।

এর আগে অবশ্য রিজার্ভ আম্পায়ার হিসেবে মাঠে কাজ করেছেন রেবেকা, তবে গতকালই ডিপিএলে অভিষেক হয়েছে তার। গণমাধ্যমকে এই আম্পায়ার জানিয়েছেন নিজের স্বপ্নের কথা। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার লক্ষ্য নিয়েই সামনে অগ্রসর হচ্ছেন তিনি।

রেবেকা অবশ্য আম্পায়ারিং করতে জীবনে কাঠখড় কম পোড়াননি। কোয়ালিফায়ার ম্যাচ, বয়সভিত্তিক ক্রিকেট, প্রথম বিভাগ ক্রিকেট থেকে শুরু করে সব জায়গায় সফলতার চিত্র দেখিয়ে সবশেষ যুক্ত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের বড় আসরে। 

এমআই