Advertisement
Us Bangla Airlines
‘সত্যি বলতে ঘরোয়া ক্রিকেটে কোনো উন্নতি দেখছি না’

‘সত্যি বলতে ঘরোয়া ক্রিকেটে কোনো উন্নতি দেখছি না’

খেলা ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৮

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হওয়ার আর মাত্র ১০ দিন বাকি। এর আগেই দলবদলের তোড়জোড় চলছে। তবে ক্রিকেটারদের দল পরিবর্তণে আজই ক্লাবগুলোর দৌড়ঝাঁপ শেষ হবে। ডিপিএলে দলবদলের আনুষ্ঠানিকতা সারতে এদিন সিসিডিএম কার্যালয়ে ছিল ক্রিকেটারদের ভিড়। যেখানে মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলামদের মতো জাতীয় দলের খেলোয়াড়েরাও ছিলেন।

প্রিমিয়ার লিগে নিজের দল পরিবর্তণের কার্যক্রম সেরে দুই ক্রিকেটারই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। দুজনের কণ্ঠেই ছিল, পারিশ্রমিক কমে যাওয়ার আক্ষেপ। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা মিথুনদের রুটি-রুজির ব্যবস্থা সেই ঘরোয়া লিগ। কিন্তু সেখানে তাদের উপার্জনের হার কমে যাওয়া ভালো কিছু নয় বলে মনে করছেন তারা।

ঘরোয়া ক্রিকেটের মান নিচের দিকই যাচ্ছে জানিয়ে মিথুন বলেন, ‘সত্যি বলতে আমি ঘরোয়া ক্রিকেটে কোনো উন্নতি দেখছি না। সেটা বিপিএল হোক বা ডিপিএল। সৎ থেকে বললে, এটা প্রতিনিয়ত নিচের দিকেই যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় উন্নতি হয়, আমাদের এখানে অবনতি হচ্ছে।’

তিনি বলেন, ‘আপনি যতোই দেশের প্রেক্ষাপট বলেন বা অজুহাত দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দিন শেষে যখন চাকরি করবেন, আপনি কিন্তু যথাযথ পারিশ্রমিকই আশা করবেন। আমাদেরও পেশা কিন্তু ক্রিকেট। আমরা আশা করি, গত বছর যেখানে শেষ হয়েছে, সেখান থেকে উন্নতি করব।’

মিথুন যোগ করেন, ‘কিন্তু এখন সব ক্রিকেটারের পারিশ্রমিক কমেছে এবং সেটা বড় অঙ্কে কমেছে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা এটা আশা করি না। কতটা কমেছে সেটা ব্যক্তিগতভাবে বলব না, তবে সার্বিকভাবে যদি চিন্তা করেন, গত বছরের তুলনায় এবার ক্রিকেটাররা ৩০ শতাংশ পারিশ্রমিক পাচ্ছে কিনা, সন্দেহ আছে।’

বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য তাইজুল ইসলাম। কালেভদ্রে সাদা বলের ক্রিকেটে সুযোগ পেয়ে থাকেন তিনি। তবে ডিপিএলে পারিশ্রমিক কমায় তাইজুলের কণ্ঠেও ঝরেছে আক্ষেপের সুর।

ডিপিএলের পারিশ্রমিক কমা প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্টিমেটলি টাকার জন্যই খেলে ক্রিকেটাররা। প্রত্যেকটা টুর্নামেন্ট থেকেই যখন টাকা কমে যায়, অবশ্যই এটা একটা দুঃখজনক বিষয়। শুধু জাতীয় দলের ক্রিকেটার না, অনেক ক্রিকেটার আছে যাদের ঘরোয়া ক্রিকেট খেলে পরিবার চালাতে হয়। তাদের জন্য পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায়। আমার মনে হয়, ইনশাল্লাহ এই পরিস্থিতি দ্রুত কেটে যাবে।’

এমআই