Advertisement
Us Bangla Airlines
কবে বিয়ে করছেন জাহানারা, জানালেন নিজেই

কবে বিয়ে করছেন জাহানারা, জানালেন নিজেই

খেলা ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০১

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম বড় বিজ্ঞাপন জাহানারা আলম। ২০১১ সাল থেকে লাল-সবুজের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করছেন এই ফাস্ট বোলার। জাতীয় দলের হয়ে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে ১৩৫ ম্যাচ খেলেছেন জাহানারা। উইকেট সংখ্যাও কম নয়। দুই ফরম্যাট মিলিয়ে শিকার করেছেন প্রতিপক্ষের ১০৮ উইকেট।

বাংলাদেশ নারী দলের এককালের নিয়মিত মুখ ছিলেন জাহানারা আলম। বর্তমানে কালেভদ্রে তাঁকে জাতীয় দলের ঢেরায় দেখা যায়। ২০২২ সালে শৃঙ্খলাভঙ্গ করে জাতীয় দল থেকে বাদ পড়েন জাহানারা। এরপর বাজে ফর্ম আর তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিতে গিয়ে তাকে দলে নেয়নি বিসিবি। সবশেষ মানসিক অবসাদ কাটাতে দল থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন এই ফাস্ট বোলার।

নারী দলের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে যাননি জাহানারা আলম। বরং বিসিবি থেকে ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় সময় কাটাচ্ছেন তিনি। সেখানে সিডনিতে একটি লিগের হয়ে মাঠ মাতাচ্ছেন এই ফাস্ট বোলার। মানসিক অবসাদ কাটাতে পারলেই তবে দেশে ফিরবেন ৩২ বছর বয়সী এই নারী ক্রিকেটার।

জাতীয় দলে অনুপস্থিত থাকলেও এখনো দর্শকদের মনে অবস্থান করছেন জাহানারা। টাইগারদের এই বোলারকে বাকিদের আগ্রহের কমতি নেই। এমনকি ক্যারিয়ারের শেষ বেলা, বাড়ন্ত বয়সে কেন এখনো বিয়ে করেননি জাহানারা, তা নিয়ে প্রায়ই সামাজিক মাধ্যমে সরব আলোচনার দেখা মিলে।

এবার নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন জাহানারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে কথা বলেন তিনি। জাহানারা জানান, পরিকল্পনা আর লক্ষ্যের ব্যাটে-বলে না মেলায় এখনো বিয়ে করেননি। তবে বিয়ে না করলেও তার সব সিদ্ধান্তে পরিবারের সাপোর্ট-সহযোগিতা পাচ্ছেন এই ক্রিকেটার।

বিয়ে প্রসঙ্গে জাহানারা বলেন, ‘বিয়ে নিয়ে আমার আলাদা একটা পরিকল্পনা আছে। প্রথমত এটা আল্লাহর হাতে যখন চাইবেন তখনই হবে। আমি বলেছিলাম অনেক আগেই যে আমি দুইটা ওয়ানডে বিশ্বকাপ খেলে বিয়ে করব। একটা ওয়ানডে বিশ্বকাপ খেলেছি আরেকটা ওয়ানডে বিশ্বকাপ যদি খেলতে পারি। তাহলে আমি সিরিয়াসলি চিন্তা করব যে আমি এখন বিয়ে করবোই করবো। এ বিষয়ে আমার পরিবার থেকে যথেষ্ট সাপোর্ট দেয়া হয়।’

এমআই