Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের যে রেকর্ডে ভাগ বসিয়ে ইতিহাস গড়ল ওমান

বাংলাদেশের যে রেকর্ডে ভাগ বসিয়ে ইতিহাস গড়ল ওমান

খেলা ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫

দুই দিন পরেই শুরু হচ্ছে আইসিসির আট জাতির টুর্নামেন্ট। ক্রিকেট ভক্তদের এখন নজর শুধুই চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু এর মাঝেই ব্যতিক্রমী এক রেকর্ড গড়ে মনোযোগে টেনেছে ওমান-নামিবিয়ার ম্যাচ। বিরল এই রেকর্ড গড়েছে ওমান ক্রিকেট দল। এমনকি বিশ্ব রেকর্ড গড়তে বাংলাদেশ নারী দলকে টপকেছে তারা।

আইসিসি বিশ্বকাপ লিগ টু-এর ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলেছে ওমান দল। যেখানে ওমানের বোলিং তোপে ৩৩.১ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় নামিবিয়া। ওমানের বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আমির কালিম ও জয় ওদেদরা। সিদ্ধার্থ বুক্কাপতনম, সময় শ্রীবাস্তব নিয়েছেন ১ উইকেট।

নামিবিয়ার ১০ উইকেট নিয়েছে ওমানের স্পিনাররা। তা ক্রিকেট ইতিহাসে বিরলই বলা চলে। তবে এই রেকর্ড ছাড়িয়েও ইতিহাস গড়েছে ওমান ক্রিকেট দল। ম্যাচের পুরো ১৯৯ বলই করেছে দলটির স্পিনাররা। ক্রিকেট বিশ্বে এমন ঘটনা আগে দেখা গেলেও শুধু স্পিনার দিয়ে এত বল কখনোই করানো হয়নি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনা একবারই ঘটেছে। সেটাও চলতি বছরে এসএ২০ টুর্নামেন্টে। প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ‘অল–স্পিন অ্যাটাক’ দিয়ে ম্যাচ জেতে পার্ল রয়্যালস। 

এর আগে শুধু স্পিনারদের দিয়ে সর্বোচ্চ বল করার রেকর্ড ছিল বাংলাদেশ নারী দলের। ২০২৪ সালে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের পাঁচ স্পিনার মিলে বোলিং করেন ১৪৩ বল (২৩.৫ ওভার)। এবার সেটা টপকিয়ে ব্যতিক্রম এক ইতিহাস গড়ল ওমান জাতীয় ক্রিকেট দল।

ওয়ানডেতে এক ইনিংসের পুরোটাই স্পিনারদের দিয়ে করানোর রেকর্ডে প্রথম চারটির দুটিই নারী ক্রিকেটের। ২০১৭ সালে ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে পাকিস্তানের স্পিনাররা সব মিলিয়ে করেছিলেন ১৩৫ বল। এছাড়া ২০২০ সালে ছেলেদের ক্রিকেটে মাত্র ৩২ বল করানো হয় স্পিনারদের দিয়ে। নেপালের বিপক্ষে কীর্তিপুরে এমনটা করেছিল যুক্তরাষ্ট্র।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনা একবারই ঘটেছে। সেটাও চলতি বছরে এসএ২০ টুর্নামেন্টে। প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ‘অল–স্পিন অ্যাটাক’ দিয়ে ম্যাচ জেতে পার্ল রয়্যালস। দলটির পাঁচ স্পিনার মিলে ২০ ওভারের কোটা পূর্ণ করেন।

পুরো ইনিংসেই স্পিন বল করার যত রেকর্ড

বল সংখ্যা বোলিং দল  প্রতিপক্ষ   সাল
১৯৯ ওমান  নামিবিয়া  ২০২৫
১৪৩  বাংলাদেশ (নারাী দল) অস্ট্রেলিয়া  ২০২৪
১৩৫  পাকিস্তান (নারাী দল) ভারত  ২০১৭
৩২ যুক্তরাষ্ট্র  নেপাল   ২০২০

এমআই