Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের হয়ে মাঠে নামছেন তামিম-আশরাফুল

বাংলাদেশের হয়ে মাঠে নামছেন তামিম-আশরাফুল

খেলা ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩১

জাতীয় দল থেকে সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল খান। অবসরের পরেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবং লিজেন্ডস লিগে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। মোহাম্মদ আশরাফুলও সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বর্তমানে কোচিং পেশায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক টাইগার ক্রিকেটার।

ভক্তদের উন্মাদনায় এখনো বিরাজমান এই দুই ক্রিকেটার পুনরায় একত্রে মাঠে নামছেন। এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স স্কোয়াডের হয়ে খেলবেন তারা। দলটিতে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া এই দলে খেলবেন আরও ১৪ জন বাংলাদেশি ক্রিকেটার।

ব্যাটিংয়ে তামিম-আশরাফুল ছাড়াও আছেন তুষার ইমরান। ঘরোয়া লিগে নিয়মিত রান করা এই ব্যাটারও বর্তমানে কোচিং পেশায় কাজ করছেন। এছাড়া মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত নাদিফ চৌধুরীও খেলবেন দলটিতে। উইকেটরক্ষক হিসেবে খেলবেন ধীমান ঘোষ। অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন নাঈম ইসলাম, আরিফুল হকদের মত অভিজ্ঞরা।

পেস বোলিং ইউনিটে আছেন আবুল হাসান রাজু, মুক্তার আলী, শফিউল ইসলাম। এছাড়া স্পিন ইউনিটে রয়েছেন ইলিয়াস সানি, জুবাইর হোসেন লিখন। ঘরোয়া লিগের প্রতিযোগিতায় সুযোগ না পাওয়া লিখনকে দীর্ঘদিন পর মাঠ মাতাতে দেখা যাবে। 

আগামী ১০ মার্চ থেকে রাজস্থানে মাঠে গড়াবে ৫ দলের টুর্নামেন্ট এশিয়ান লিজেন্ডস লিগ। বাংলাদেশ টাইগার্স বাদে বাকি চার দল ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস এবং রেস্ট অব এশিয়ান স্টার্স। আগামী ১০ মার্চ ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স।

একনজরে বাংলাদেশ টাইগার্স স্কোয়াড

মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবাইর হোসেন লিখন, শফিউল ইসলাম, অলক কাপালি।

এমআই