
অভিষেকেই ইতিহাস গড়লেন ১৬ বছরের আইরিশ ফুটবলার
খেলা ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫১
বয়সটা সবে ১৬ পেরিয়েছে। এর মাঝেই আয়ারল্যান্ডের ক্লাব শ্যামরোক রোভার্সে অভিষেক হয়েছিল মাইকেল নুনানের। ইউরোপীয় ফুটবলে এত অল্প বয়সী খেলোয়াড়ের বড় মঞ্চে খুবই কমই দেখা মিলে। কিন্তু গতকাল বৃহস্পতিবার কনফারেন্স লিগে বিরল সমীকরণে মাঠে নেমেছিলেন নুনান। মলডার মাঠে অভিষেক ম্যাচে গোল দিয়েই ইতিহাসে নাম লেখান এই ফুটবলার।
ম্যাচের ৫৭ মিনিটে নুনানের পা থেকে আসা সেই গোলে মলডাকে ১-০ ব্যবধানে হারায় ডাবলিনের ক্লাব শামরক রোভার্স। জয়ের ব্যবধান গড়ে দেওয়া এই গোলের মাধ্যমে ইতিহাস গড়েন রোভার্সের ১৬ বছর বয়সী ফরোয়ার্ড নুনান। কনফারেন্স লিগের ম্যাচে তার চেয়ে এত কম বয়সে গোল করতে পারেননি কোনো ফুটবলার।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নুনানের অবস্থান অবশ্য দ্বিতীয়। এ তালিকায় সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটি এখনো ঘানার নি ল্যাম্পটির নামে অক্ষত রয়েছে। ১৯৯১ সালে তিনি উয়েফা কাপে রোমার বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে অ্যান্ডারলেখটের হয়ে জালের দেখা পেয়েছিলেন ১৬ বছর ১০০ দিন বয়সে।
১৬ বছর ১৯৭ দিন বয়সে এবার গোল করে তালিকার দুইয়ে উঠলেন নুনান। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেলেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। ২০০৯ সালের ডিসেম্বরে ইউরোপা লিগে অ্যান্ডারলেখটের হয়ে ১৬ বছর ২১৮ দিন বয়সে আয়াক্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি।
অসাধারণ এই কীর্তি গড়ে উচ্ছ্বসিত নুনান ইনস্টাগ্রমে লিখেছেন, “এটা উপভোগ করেছি।”
উল্লেখ্য, গেল মাসেই সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক থেকে শামরকে যোগ দেন মাইকেল নুনান। গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ডাবলিনের ক্লাবটির হয়ে মাঠে নেমেছেন এই ফরোয়ার্ড। নুনানের আগেই অবশ্য তার ক্লাব শামরক ইতিহাস গড়েছে। আয়ারল্যান্ড লিগের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব খেলছে তারা।
এমআই