Advertisement
Us Bangla Airlines
খেলোয়াড় বিক্রিতে যত টাকা আয় চেলসির

খেলোয়াড় বিক্রিতে যত টাকা আয় চেলসির

খেলা ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০১

শীতকালীন দলবদলে এবার ইংলিশ ক্লাবগুলো বড় চমক দেখিয়েছে। প্রিমিয়ার লিগের দলগুলো সব মিলিয়ে খরচ করেছে ৩৭ কোটি পাউন্ড। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির একার খরচ ১৮ কোটি পাউন্ড। খেলোয়াড় কেনাবেচায় গত কয়েকবছর ধরে বেশ চমক দেখিয়েছে প্রিমিয়ার লিগের দল চেলসি। খেলোয়াড় বিক্রিতে গত ১০ মৌসুমে সবার উপরেই আছে ক্লাবটি। 

তথ্য মতে, গেল ১০ মৌসুমে খেলোয়াড় বিক্রি করে চেলসি আয় করেছে ১৩০ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। এডেন হ্যাজার্ডকে বিক্রি করে চেলসি পেয়েছিল ১২ কোটি ইউরো। এছাড়া কাই হাভার্টজকে বিক্রি করে তারা আয় করেছিল সাড়ে ৭ কোটি ইউরো। 

খেলোয়াড় বিক্রি করে সবচেয়ে বেশি আয় করা ক্লাবগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে আছে বেনফিকা। চেলসির পর ১২৭ কোটি আয় করেছে তারা। আর্জেন্টাইন সুপারস্টার এনজো ফার্নান্দেজকে ১২ কোটি ১০ লাখ ও জোয়াও ফেলিক্সকে ১২ কোটি ৭০ লাখ ইউরোতে বিক্রি করেছিল বেনফিকা। 

গঞ্জালেসকে দলে ভিড়িয়ে কেন উচ্ছ্বসিত সিটি কোচ

এছাড়া গত দশ বছরের মধ্যে অন্তত ১৩ জন ফুটবলারকে ৫ কোটি বা তার বেশি দামে বিক্রি করেছে ক্লাবটি। এমনকি শীতকালীন দলবদলে এবার শেষ সময়ে এসে আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোলাস গঞ্জালেসকে বিক্রি করেছে বেনফিকা। গত জানুয়ারিতে গঞ্জালেসকে ৬ কোটি ইউরোতে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করেছে তারা। 

খেলোয়াড় তৈরির জন্য বেশ বিখ্যাত মোনাকো। গত ১০ মৌসুমে খেলোয়াড় বিক্রি করে তারা আয় করেছে ১১৪ কোটি ইউরো। এছাড়া জুভেন্টাস খেলোয়াড় বিক্রি করে আয় করেছে ১০৯ কোটি ইউরো। তালিকায় এর পরের দল বরুশিয়া ডর্টমুন্ড। তারা আয় করেছে ১০৩ কোটি ইউরো। 
 
এছাড়া খেলোয়াড় বিক্রিতে শীর্ষে দশে থাকা বাকি দলগুলো হলো- আয়াক্স আমস্টারডাম, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি এবং পোর্তো।

এমআই