Advertisement
Us Bangla Airlines
গঞ্জালেসকে দলে ভিড়িয়ে কেন উচ্ছ্বসিত সিটি কোচ

গঞ্জালেসকে দলে ভিড়িয়ে কেন উচ্ছ্বসিত সিটি কোচ

খেলা ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০১

শীতকালীন দলবদলে চলতি বছরে একটু বেশিই দাপট দেখিয়েছে ক্লাবগুলো। জানুয়ারির এই উইন্ডোয় আন্তর্জাতিক দলবদল সম্পন্ন হয়েছে ৫৮৬৩টি। দলবদল সংখ্যায় যেখানে নতুন রেকর্ড গড়েছে এবারের মৌসুম। গত বছরের একই সময়ে ৪৯৬৩টি আন্তর্জাতিক দলবদল হয়েছিল। সেই হিসাবে এবার দলবদল ৯০০টি বা ১৯ দশমিক ১ শতাংশ বেড়েছে।

রেকর্ড গড়া দলবদলের সময়ে আর্থিক হিসাবেও নতুন মাইলফলক গড়েছে ক্লাবগুলো। শুক্রবার ফিফার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জানুয়ারিতে ক্লাবগুলোর মোট খরচের চেয়ে এবার ৫৮ শতাংশ বেশি হয়েছে। আর আগের রেকর্ডটি হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে, ১৫৭ কোটি ডলার। এবার অর্থের দাপট আগের রেকর্ড থেকে ৪৭ শতাংশ বেশি ছিল।

অর্থের ঝনঝনানির মাঝে খুব একটা সরব ছিল না জার্মানি, স্পেন ও ইতালির ক্লাবগুলো। তবে একই সময়ে দাপট দেখিয়েছে ইংলিশদের ক্লাব। প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জানুয়ারিতে দেদারসে অর্থ খরচ করেছে ম্যানচেস্টার সিটি। শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগের দলগুলো সব মিলিয়ে খরচ করেছে ৩৭ কোটি পাউন্ড। যেখানে মোট ২০ দলের মধ্যে ইতিহাদের ক্লাবটির একার খরচ ১৮ কোটি পাউন্ড।

পালাবদলের এই মৌসুমে আর্জেন্টাইন ফুটবলার নিকো গঞ্জালেসকে কিনেছে ম্যানচেস্টার সিটি। পোর্তো থেকে এই ফরোয়ার্ডকে কিনতে সিটির খরচ করতে হয়েছে ৫ কোটি পাউন্ড বা ৬০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭৬০ কোটি টাকা। এত খরচে মেসির সতীর্থকে দলে ভিড়িয়ে অবশ্য বেশ খুশি সিটি কোচ পোপ গোর্দিওলা

৩০ বছরের সংসার ভাঙছে গার্দিওলার!

গঞ্জালেসকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এই কোচ বলেন, ‘গঞ্জালেসকে দলে ভিড়িয়ে আমি খুবই খুশি। সে খুবই শক্তিশালি ফুটবলার। বার্সা একাডেমি থেকেই আমি তাকে চিনি। তার বাবাও এখানে (ম্যানচেস্টার সিটি) কাজ করেছে। সে এখনো তরুণ, ৬-৮ উভয় পরিকল্পনায় তাঁকে খেলানো যাবে।’

নিকো গঞ্জালেস ছাড়াও মোটা অঙ্কে আরও কিছু ফুটবলার কিনেছে ম্যানসিটি। মিসরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে প্রায় ৬ কোটি পাউন্ডে কিনেছে পোপ গোর্দিওলার দল। আর লাঁস থেকে আবদুলকোদির খুসানোভকে কিনতে সিটির খরচ হয়েছে ৩ কোটি ৩৬ লাখ পাউন্ড। এ ছাড়া দলবদলে ব্রাজিলের পালমেইরাস থেকে ভিতর রেইসকে ২ কোটি ৯৬ লাখ পাউন্ডে কিনেছে প্রিমিয়ার লিগে সেরা এই ক্লাব।

এমআই