
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কার্লো আনচেলত্তি!
খেলা ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ২৩:১৯
গত ডিসেম্বরের মাঝামাঝিতে আন্তমহাদেশীয় কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। অর্জনের মুকুটে নতুন পালক যুক্ত হওয়ার দিনে রেকর্ড গড়েছিলেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের ১২২ বছরের ইতিহাসে সবচেয়ে সফল কোচ বনে গিয়েছিলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।
মাদ্রিদের ক্লাবটিতে দুই মেয়াদে (২০১৩-২০১৫ এবং ২০২১-বর্তমান) তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ এবং সবশেষ আন্তমহাদেশীয় কাপ জিতেছেন তিনি। ক্লাবটির হয়ে ট্রফি জেতার তালিকায় আনচেলত্তির আশেপাশে নেই কোনো ম্যানেজার।
শিরোপার সাফল্যে সেরা এ কোচকে নিয়ে এবার জানা গেল চমকপ্রদ তথ্য। চলতি মৌসুম শেষেই রিয়ালকে বিদায় জানাতে চলেছেন ৬৫ বছর বয়সী এই ফুটবল কোচ। স্প্যানিশ সংবাদমাধ্যম ওয়ানদা সেরোর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। যদিও রিয়াল বা আনচেলত্তির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
২০২৩ সালের ডিসেম্বরে এ ইতালিয়ানের সঙ্গে সবশেষ চুক্তি সারে মাদ্রিদের সবচেয়ে সফল ক্লাব। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকার কথা কার্লো আনচেলত্তির। কিন্তু তার রিয়াল ছাড়ার গুঞ্জন উঠলেও পরবর্তীতে কোথায় যাবেন, কিংবা অবসর নেবেন কি না- এ নিয়ে কোনো তথ্য জানা যায়নি।
এর আগেও আনচেলত্তির সবশেষ চুক্তি নবায়নের সময় রিয়াল ছাড়ার গুঞ্জন ওঠেছিল। ফুটবল পাড়ায় রটেছিল, রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এ কোচ। এমনকি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের আগ্রহের খবর শোনা গেলেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থেকে যান আনচেলত্তি।
উল্লেখ্য, আনচেলত্তি ক্লাব ছাড়লে বায়ার লেভারকুজেনের কোচ এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তন মিডফিল্ডার জাবি আলোনসো হতে পারেন রিয়ালের নতুন কোচ।
এমআই