
টানা পেনাল্টি মিসে হতাশ এমবাপে, যা বলছে রিয়াল কোচ
খেলা ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১২
চলতি মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে থিতু হয়েছিলেন কিলিয়ান এমবাপে। তাকে ঘিরে রিয়াল সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও একের পর এক ম্যাচে কেবল হতাশাই উপহার দিচ্ছেন তিনি। তার নিষ্প্রভ পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব পড়ছে দলের ওপরও।
সুযোগ পেয়েও হেলায় হারিয়ে দলকে বিপদে ফেলছেন তিনি। সর্বশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে বার্সালোনার সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার দারুণ সুযোগ হাতছাড়া করেছে দলটি।
গতকাল (বুধবার) রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ফেবারিট হিসেবেই মাঠে নামে রিয়াল। প্রথমার্ধে গোল শূন্য ছিল দুই দল। বিরতির পর নেমে প্রথম গোলের দেখা পায় বিলবাও। দলটির হয়ে গোলটি করেন আলেসান্দ্রো রেমিরো। এরপর পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। কিন্তু সেই সুযোগ মিস করেন দলটির ফরাসি তারকা এমবাপে।
ম্যাচের ৭৮ মিনিটে রিয়ালের হয়ে গোল শোধ করেন জুড বেলিংহাম। কিন্তু দুই মিনিট পর গোরকা গুরুজেটার গোলে আবারও এগিয়ে যায় বিলবাও। এরপর আর গোল করার সুযোগ পায়নি কার্লো আনচেলত্তির দল। তাতে ম্যাচের নির্দিষ্ট সময় শেষে ২-১ গোলে পরাজয় বরণ করে মাদ্রিদের দলটি।
রিয়ালের এমন হারে এমবাপের পেনাল্টি মিস করাকে দুষছেন সমর্থকরা। বিশেষ করে একই সপ্তাহে টানা দুই পেনাল্টি মিসে ফ্রেঞ্চ তারকার ওপর ক্ষিপ্ত লস ব্লাঙ্কোস সমর্থকরা। তবে কঠিন সময়ে কোচের সমর্থন পাচ্ছেন এ উইঙ্গার। কার্লো আনচেলত্তি বলেন, ‘পেনাল্টি মিস নিয়ে এমবাপে বেশ হতাশ। কিন্তু খেলায় এটা হতেই পারে। পেনাল্টি থেকে আপনি কখনো গোল করবেন, কখনো মিস করবেন। পেনাল্টি দিয়ে আমি তার পুরো খেলাকে বিচার করবো না।’
কোচের সমর্থন পেলেও বিলবাওয়ের বিপক্ষে হেরে যাওয়ার দায় মাথা পেতে নিয়েছেন এমবাপে। পাশাপাশি ঘুরে দাঁড়ানোর আশা ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘পেনাল্টি মিসে ফলাফলটা আমাদের পক্ষে আসেনি। আমি বড় ভুল করেছি। এর জন্য সম্পূর্ণ দায় আমার। মাঠে আমি খারাপ সময় অতিবাহিত করছি। তবে বাজে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর এটাই সেরা সময়। শিগগিরই আমি নিজের অবস্থানে ফিরবো।’
সমর্থকদের চোখে পেনাল্টি মিস করা পাপ সমতুল্য। রিয়ালের জার্সিতে নিজেকে খুঁজে ফেরা এমবাপে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি মিস করে এ পাপ করেছিলেন। লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করার সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল আনচেলত্তির শিষ্যরা।
এদিকে বিলবাওয়ের বিপক্ষে জয় তুলতে পারলে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারতো এমবাপেদের দল। তাতে উভয় দলের মধ্যে মাত্র ১ পয়েন্ট ব্যবধান থাকতো। পাশাপাশি পরবর্তী ম্যাচ জিততে পারলে বার্সাকে টপকে চলতি মৌসুমে শীর্ষস্থান অর্জন করার সুযোগ ছিলো রিয়ালের সামনে। তবে সব সুযোগ একসাথে হাতছাড়া করলো মাদ্রিদের দলটি।
স্প্যানিশ ক্লাব পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনে ১৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৩, আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। এই ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান বার্সার হাতেই থাকল। বাকি থাকা ম্যাচটি রিয়াল জিতলেও শীর্ষে থাকবে কাতালান ক্লাবটি। ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে আছে বিলবাও।
এমআই