Advertisement
Us Bangla Airlines
৩০ বছরের সংসার ভাঙছে গার্দিওলার!

৩০ বছরের সংসার ভাঙছে গার্দিওলার!

খেলা ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭

ম্যানচেস্টার সিটির সফল ম্যানেজার পেপ গার্দিওলা। তবে গত বছর থেকে কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন এ ফুটবল কোচ। একের পর এক ম্যাচে পয়েন্ট খুইয়ে পয়েন্ট টেবিলের শেষদিকে আছেন প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়নরা। নতুন বছরে সিটি ইতোমধ্যে জয়ের দেখা পেলেও ব্যক্তিগত জীবনে এখনো দুঃসময় কাটাচ্ছেন সময়ের অন্যতম সেরা এ কোচ।

স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও স্পোর্ত জানাচ্ছে, সিটি কোচের ৩০ বছরের সম্পর্কে ফাটল ধরেছে। স্ত্রী ক্রিস্টিনা সেররার সাথে এরই মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, গার্দিওলা ও সেরা গত পাঁচ বছর ধরে ভিন্ন দেশে বসবাস করছিলেন। সেরা ছিলেন বার্সেলোনায় এবং গার্দিওলা ম্যানচেস্টারে। দীর্ঘ দূরত্বের পর গেল ডিসেম্বরেই দুজন নিজেদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে সেটা কেবল এই দম্পত্তির ঘনিষ্টজনেরাই জানতেন। গতকাল সোমবার রাতে প্রথমবারের মতো স্পেনে দুজনের সম্পর্ক শেষ হওয়ার খবর বেরিয়েছে। 

ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে গার্দিওলার পরিচয় হয় ১৯৯৪ সালে। লম্বা সময় প্রেম করার পর ২০১৪ সালে বিয়ে করেন এই জুটি। বর্তমানে এ দম্পতির তিন সন্তান রয়েছে। ২৪ বছর বয়সী মারিয়া, ২২ বছর বয়সী মারিয়াস এবং ১৭ বছর বয়সী ভ্যালেন্তিনা। ২০ বছরের প্রেম, বিয়ের ১০ বছর কাটিয়ে দেওয়ার পর এবার বিচ্ছেদের পথে হাঁটছে গার্দিওলা-সেররা দম্পতি।

ফুটবল পাড়ায় সেরা দম্পতি হিসেবে পরিচিত ছিল এ জুটি। যাদের বেশিরভাগ সময় কেটেছে বার্সেলোনায়। এ দম্পতিকে সেরা জুটি বলার কারণও আছে। সংবাদ সম্মেলনে স্ত্রীর প্রশংসা করে প্রায়ই কথা বলতেন গার্দিওলা। এমনকি ম্যাচ জয়ে স্ত্রীকে কৃতিত্ব দিতেন সাবেক বার্সা কোচ। 

২০২২ সালের জানুয়ারিতে সেরার প্রশংসা করে গার্দিওলা বলেছিলেন, ‘আমার স্ত্রী অনেক কিছুতে সেরা, বিশেষ করে ফ্যাশনে। তিনি আমাকে বলেন কী পরতে হবে আর কী নয়। আমি যথেষ্ট স্মার্ট যে, বুঝতে পারি যেসব মানুষ আমার চেয়ে অনেক ভালো, তাদের পরামর্শ মেনে চলা উচিত।’

তবে এতসব দারুণ মুহূর্তের মাঝেও সম্পর্কটা শেষ পর্যন্ত টিকাতে পারেননি গার্দিওলা। সবুজ গালিচায় বাজে সময় কাটানোর মাঝে স্বামী হিসেবেও দুঃসংবাদ পেলেন ফুটবল পাড়ার অন্যতম সেরা এ কোচ।

এমআই