
ভিনিসিয়ুসের সামান্য শাস্তিকেও ‘সঠিক নয়’ বললেন আনচেলত্তি
খেলা ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৫, ১৭:২৩
ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় হাত দিয়ে আঘাত করেছিল বার্সা তারকা ভিনিসিয়ুস জুনিয়র। মেসিডোনিয়ান এই গোলকিপারের গলা ধরতেও দেখা গেছে তাঁকে। ব্রাজিলিয়ান তরুণ ফুটবলারের এমন আচরণের কারণে শাস্তি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। লা লিগা টুর্নামেন্টে আগামী দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তাঁকে।
ভিনিসিয়ুসের শাস্তি নিয়ে বির্তকও উঠেছিল। আরএফইএফ ডিসিপ্লিনারি কোডের ১০৩ নম্বর অনুচ্ছেদের অধীন দোষী সাব্যস্ত হলে ভিনিসিয়ুস সর্বোচ্চ চার ম্যাচও নিষিদ্ধ হতে পারতেন। এর আগে একই অপরাধে চার ম্যাচ নিষিদ্ধের নজিরও আছে। কিন্তু সমান অপরাধে মাত্র দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ভিনি। দেশটির সংবাদমাধ্যম ‘এল মুন্দো দেপোর্তিভো’র দাবি, ভিনির ক্ষেত্রে আরএফইএফ লঘু শাস্তিই দিয়েছে।
বির্তকিত এ শাস্তি কমাতে আবেদনও করেছিল রিয়াল মাদ্রিদ। যদিও আরএফইএফের কাছে রিয়ালের এমন আবেদন ধোপে টিকেনি। অর্থাৎ লা লিগায় আগামী দুই ম্যাচ খেলতে পারবেন না ভিনিসিয়ুস। ভিনির শাস্তি নিয়ে এবার মুখ খুলেছেন ইউরোপের সফলতম দলটির কোচ কার্লো আনচেলত্তি। তিনি মনে করেন, ভিনিকে এই শাস্তি দেওয়া ঠিক হয়নি।
স্প্যানিশ সুপার কাপে মায়োর্কার বিপক্ষে খেলতে নামার আগে অনুষ্ঠিত সংবাদ সম্মলেন আনচেলত্তি এ কথা বলেন। রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘যখন মানুষ বলে যে ভিনিসিয়ুস (প্রতিপক্ষকে) উস্কানি দেয়, তখন সে যে অপমান সয়, সেটা থেকে তারা আসলে মনোযোগ সরিয়ে নেয়। আমরা সবাই শুনেছি, মাঠে কী হয়েছে। ভিনিসিয়ুসের জন্য এটা কঠিন। এই নিষেধাজ্ঞা সঠিক নয়…আমরা প্রতিটি ক্ষেত্রেই ভিনিসিয়ুসকে পেয়ে উচ্ছ্বসিত।’
উল্লেখ্য, গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ সুপার কাপ জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা খেলোয়াড়ও হয়েছিলেন ভিনিসিয়ুস। তাতে ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে বেশ এগিয়ে ছিলেন তিনি। তবে ব্যালন ডি’অর না জিতলেও ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এছাড়া গ্লোব অস্কার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়াড় এবং সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন তিনি।
এমআই