
পিএসএল ড্রাফটে তামিম-সাকিবসহ বাংলাদেশের ২৯ ক্রিকেটার
খেলা ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ব্যস্ততায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর নিয়মিত সময়ে হচ্ছে না। ফেব্রুয়ারি-মার্চের পরিবর্তে এবার পিএসএলের আসর বসবে আইপিএলের সময়ে। ফলে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের প্রতি চোখ রাখছে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি দল। একইসাথে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা ভিড় করেছেন পিএসএল ড্রাফটে।
আগামী মার্চ-এপ্রিলে পিএসএলের দশম আসর অনুষ্ঠিত হতে পারে। একইসময়ে বাংলাদেশের জাতীয় দলের সূচিতে কোনো ব্যস্ততা নেই। ফলে পিএসএল ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের মোট ২৯ ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইপিএলের চলতি বছরে দল পাননি বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। একই টুর্নামেন্টে সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি দল। ফলে প্লাটিনাম এবং গোল্ড ক্যাটাগরিতে থাকা এ দুই ক্রিকেটারের নাম আগেই প্রকাশ করেছিল পিসিবি। একই ক্যাটাগরির আরও ৬ ক্রিকেটারের নাম জানিয়েছিল পিএসএল কর্তৃপক্ষ।
এবার বাকি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নামও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে সিলভার ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের আরো ২১ ক্রিকেটার। সবমিলিয়ে বাংলাদেশের ২৯ ক্রিকেটার থাকছেন পিএসএলের ড্রাফটে। বাংলাদেশসহ মোট ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে। আগামী ১৩ জানুয়ারি লাহোর ফোর্টে অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট।
Bangladesh’s pace sensation Mustafizur Rahman has signed up for the HBL PSL Draft!
Posted by Pakistan Super League on Tuesday, December 24, 2024
প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরি
মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং তাওহীদ হৃদয়।
সিলভার ক্যাটাগরি
আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, আলিস আল ইসলাম, এনামুল হক বিজয়, আরিফুল ইসলাম, জাকের আলী অনিক, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাব্বির রহমান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, ইয়াসির আলী রাব্বি এবং জাকির হাসান।
এমআই