
‘বোলিং পরীক্ষায় সাকিবের উত্তীর্ণ না হতে পারা শকিং’
খেলা ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৫, ২২:২৫
রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশে বসেই ভারত-পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ খেলেছেন। মাঝে অবসর সময়ে দীর্ঘদিন পর কাউন্টি ক্লাবে খেলেছিলেন এ ক্রিকেটার। মাত্র এক ম্যাচের জন্য খেলতে যাওয়া সাকিব বল হাতে চোখে পড়ার মতো পারফর্ম্যান্স করেছেন। কিন্তু টাইগারদের পোস্টার বয়ের জন্য এ ম্যাচটিই পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়।
ম্যাচ শেষে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। একইসাথে তাকে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে বলা হয়। গত ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। কিন্তু সেই বোলিং পরীক্ষায়ও পাস করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার।
ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিজেদের সব প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করে। এরপর ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে এ অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ করা হয়। তবে বোলিং পরীক্ষায় সাকিব পাস করতে পারেননি, এটা যেন মানতেই পারছেন না বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।
তিনি বলেন, ‘সাকিব বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, এটা একটু শকিং। আংশিক একটা তথ্য পেয়েছি। শোনা যাচ্ছে, তিনি আবার অংশগ্রহণ করেছেন (অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন)। সেটার জন্যও অপেক্ষা করতে হবে। আশা করি এক-দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’
জানা গেছে, বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি। এরই মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। সেটির ফলাফল এখনো আসেনি।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের অংশগ্রহণ নিয়েও কথা বলেছেন লিপু। প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। আমরা নির্বাচকমণ্ডলী বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি, তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য অ্যাভেইলেবল আছেন কি না। এখনো আমরা উত্তর পুরোপুরি পাইনি।’
এমআই