
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ভারতে যাচ্ছেন সাকিব
খেলা ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৪০
ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে সম্প্রতি নিষিদ্ধ হয়েছে সাকিবের বোলিং। তাতে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না এ অলরাউন্ডার। তবে নিজের অ্যাকশন বৈধ করতে আরও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বাংলার পোস্টার বয়। এ নিয়ে লঙ্কার মাটিতে তাকে অনুশীলন করতেও দেখা গেছে।
সাকিবের গায়ে কলঙ্কের কালি এমন সময় মাখলো যখন তিনি ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে রয়েছেন। পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের জাতীয় দলেও খেলার সুযোগ পাচ্ছেন না। এমনকি নিজ দেশ থেকে সাদা পোশাকে অবসর নেওয়ার সুযোগ পাননি এ অলরাউন্ডার। এতসব দুঃসংবাদের সাথে আকস্মিকভাবে যুক্ত হলো বোলিং অ্যাকশনের বিড়ম্বনা।
২০০৬ সাল থেকে দীর্ঘদিন জাতীয় দলে খেলা সাকিবের বোলিং নিয়ে কখনোই প্রশ্ন উঠেনি। তাতে কাউন্টি লিগের আম্পায়ারদের সন্দেহ দূর করতে গত ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। এরপর ১০ ডিসেম্বর সেই পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। কিন্তু সেই বোলিং পরীক্ষায়ও পাস করতে পারেননি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
বোলিং পরীক্ষায় সাকিবের অকৃতকার্য হওয়ার খবরে ইসিবির (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) সব প্রতিযোগিতায় তাঁর বোলিং নিষিদ্ধ করা হয়। গত পরশু সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। তবে অ্যাকশন বৈধ করতে আবারও পরীক্ষা দিতে পারবেন এ বোলার।
আইসিসির বিধি ১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। আর তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে, সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন।
এদিকে বোলিং নিয়ে কলঙ্কের কালিমা মুছতে আগামী ২১ ডিসেম্বর ভারতে ফের অ্যাকশন নিয়ে পরীক্ষার মঞ্চে বসবেন সাকিব। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে পরীক্ষার অংশ হিসেবে প্রায় দুই ঘণ্টা বোলিং করবেন বাঁহাতি এ স্পিনার। বল করার সময়ে তাঁর শরীরে কিছু তারের সংযোগ থাকবে। তার ভিত্তিতেই পরীক্ষা করে দেখা হবে, বল করার সময়ে কোনো ক্রটিতে পড়ছেন কি না এ বোলার।
চেন্নাইয়ের পরীক্ষা শেষে যদি ইতিবাচক ছাড়পত্র পেয়ে যান, তাহলে আবার বল করতে পারবেন এ অলরাউন্ডার। একইসাথে তার বোলিংয়ে থাকা নিষেধাজ্ঞা তুলে দিবে ইসিবি ও আইসিসি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। সাকিবের দীর্ঘ ক্যারিয়াররে যা প্রথম। সারের হয়ে খেলা এক ম্যাচে ৬৩ ওভার বল করে সাকিব নেন ৯ উইকেট।
এমআই