
আইসিসির যে আইনে নিষিদ্ধ হলো সাকিবের বোলিং
খেলা ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯
সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জন্মভূমিতে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আসতে পারেননি। টেস্ট, টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব ছিলেন না ক্যারিবিয়ান সফরের ওয়ানডে সিরিজেও। জাতীয় দলে ফেরার অনিশ্চয়তার মাঝে গতকাল আরও বড় দুঃসংবাদ শুনলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। দীর্ঘদিনের ক্রিকেট ক্যারিয়ারে এবার প্রথম নিষিদ্ধ হলো সাকিবের বোলিং।
পাকিস্তান সিরিজের সুখস্মৃতি নিয়ে গত সেপ্টেম্বরে দীর্ঘ ১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সারের হয়ে খেলতে যাওয়া এ ম্যাচে সাকিব বল হাতে ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ৪ উইকেট তোলার পর দ্বিতীয় ইনিংসে সমারসেটের ৫ উইকেট দখল করেন এ অলরাউন্ডার। তবে ম্যাচ শেষে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। একইসাথে তাকে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে বলা হয়।
গত ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। এরপর ১০ ডিসেম্বর সেই পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। কিন্তু সেই বোলিং পরীক্ষায়ও পাস করতে পারেননি দীর্ঘদিন অলরাউন্ডার র্যাংঙ্কিংয়ে রাজত্ব করা এ ক্রিকেটার। তাতে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিজেদের সব প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বোলিং নিয়ে আইসিসির ১১.৩ ধারায় বলা হয়েছে, ‘একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ-বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’
আইসিসির বিধান অনুযায়ী গতকাল সাকিবের বোলিং নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির ভাষ্য অনুযায়ী, আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের বিধি ১১.৩ অনুযায়ী, যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন একজন খেলোয়াড়কে তাদের ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করে, তবে এই নিষেধাজ্ঞা আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলোর ঘরোয়া প্রতিযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। এটি আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার পরপরই প্রযোজ্য হয়, কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না।
বিসিবির এমন বিবৃতিতে দেশের বাহিরে খেলা ঘরোয়া লিগ এবং আন্তর্জাতিক ম্যাচে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয় সাকিবের বোলিং। তবে বোলিং করতে না পারলেও সাকিব সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন বলেও বিসিবির বিবৃতিতে জানানো হয়।
এদিকে আইসিসির বিধি ১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। আর তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে, সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন। এ ব্যাপারে ইসিবি, আইসিসি এবং সাকিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, বর্তমানে লঙ্কা টি-টেনে লিগে গল মার্ভেলসে খেলছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এক ওভার বল করলেও এরপর আর বল করেননি এ অলরাউন্ডার।
এমআই