
সৌদি ছেড়ে ইন্টার মিয়ামিতে যাচ্ছেন নেইমার!
খেলা ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৫, ২০:০১
বার্সা, পিএসজি ছেড়ে এখন সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়ে খেলছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র। তবে চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাহিরে আছেন এ ব্রাজিলিয়ান তারকা। কিন্তু এর মাঝেই দিলেন চমকপ্রদ তথ্য। সৌদি ক্লাব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন এই তারকা ফুটবলার। সম্ভাব্য গন্তব্য হতে পারে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের ইন্টার মায়ামি।
সম্প্রতি গ্লোব সকার অ্যাওয়ার্ডে প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড জেতেন নেইমার। এরপর সিএনএন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমন চমকপ্রদ তথ্য জানান ব্রাজিলিয়ান তারকা। মায়ামিতে মেসি-সুয়ারেজের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে নেইমার বলেন, ‘অবশ্যই, মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে পারাটা হবে অবিশ্বাস্য।’
— INTER MIAMI FR (@IntermiamiFR_) December 16, 2024
তিনি আরও বলেন, ‘মেসি-সুয়ারেজ আমার বন্ধু। এখনো আমাদের মাঝে প্রায়ই আলাপ হয়। আমাদের ত্রয়ী (আক্রমণভাগ) পুনর্জীবিত করাটা হবে আকর্ষণীয় ব্যাপার। যদিও আল হিলালে আমি বেশ সুখেই আছি। সৌদি আরবে বেশ ভালোই কাটছে আমার। কিন্তু কে জানে, ফুটবল তো বিস্ময়ে ভরপুর।’
বার্সেলোনার হয়ে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত একসাথে তিনটি মৌসুম খেলেছেন সুয়ারেজ, নেইমার ও মেসি। বার্সা তো বটেই, তখন ক্লাব ফুটবল ইতিহাসের সেরা আক্রমণভাগ দেখেছিল ফুটবল প্রেমীরা। বার্সাকে ২০১৪-১৫ মৌসুমে ‘ট্রেবল’ জেতানোর পাশাপাশি এই ত্রিফলা আক্রমণভাগের কাছ থেকে ৩৬৪ গোল এবং ১৭৩টি গোলে সহায়তা দেখেছে ফুটবলবিশ্ব। এমন ত্রয়ীকে আবারও দেখার সম্ভবনাকে জোরালো করছে নেইমারের সাক্ষাৎকার।
২০১৭ সালে সবশেষ এই তিন তারকাকে একত্রে দেখতে পেয়েছিল ফুটবল বিশ্ব। বার্সা থেকে সেবার সরে গিয়েছিলেন নেইমার। সুয়ারেজ বার্সা ছাড়েন ২০২০ সালে। মেসি ছাড়েন পরের বছর। সময়ের পরিক্রমায় গত বছর আবারও ইন্টার মায়ামিতে এক হয়েছেন মেসি-সুয়ারেজ। তবে যুক্তরাষ্ট্রের পরিবর্তে নেইমার অবস্থান করছেন সৌদি আরবে।
ইন্টার মিয়ামিতে কেন যেতে পারেননি নেইমার, সেটাও পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘আমার পিএসজি ছাড়ার খবর বের হওয়ার সময় যুক্তরাষ্ট্রে দলবদলের সময় শেষ হয়ে গিয়েছিল। তাই আমার (ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার) সেই সুযোগটা ছিল না। যে পরিকল্পনার (সৌদি আরবে) কথা তারা আমাকে জানিয়েছিল, সেটা খুব ভালো। শুধু আমার নয়, আমার পরিবারের জন্যও। তাই সৌদি আরবে যাওয়াই ছিল আমার কাছে সেরা সুযোগ।’
সৌদিতে নেইমার খুব ভালো সময় কাটালেও ক্যারিয়ারের শেষবেলায় ফিরতে চান মেসি ও সুয়ারেসদের ক্লাবে। আল হিলালে নেইমারের চুক্তির মেয়াদ এ বছরে শেষ হলে তবে কি ফের দেখা মিলবে বিশ্বের সেরা আক্রমণভাগের? উত্তর পেতে অবশ্য করতে হবে অপেক্ষা। তার সাথে আছে ‘যদি’, ‘কিন্তু’-র আলাপ।
এমআই