
সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস
খেলা ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বেশ এগিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভক্ত-বিশ্লেষকদের প্রত্যাশার চাহিদা মাটি করে দিয়ে এ পুরস্কার জিতেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি। ফুটবল জগতের সেরা এই পুরস্কার দেওয়ার দুই মাস কেটে গেলেও এ নিয়ে বিতর্ক শেষ হয়নি। তবে এর মাঝেই আরও দুইটি পুরস্কার জিতে বসেছেন ভিনিসিয়ুস।
গত ১৭ ডিসেম্বর ফিফার বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন ভিনি। সেখানে রদ্রিকে ৫ পয়েন্ট ব্যবধানে হারান এ ফুটবলার। ফিফার বর্ষসেরা পুরস্কারের এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস। এখানেও রদ্রির সাথে প্রতিযোগিতায় ছিলেন এ ব্রাজিলিয়ান। পুরস্কার অর্জনে এবারের লড়াইটাও ছিল বেশ জমজমাট।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুবাইয়ের গালায় অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেরা খেলোয়াড়ের জন্য ১৮ জনের তালিকা করা হয়েছিল। তবে সবাইকে পেছনে ফেলে গ্লোব অ্যাওয়ার্ড সকারের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ভিনিসিয়ুস। শুধু সেরা খেলোয়াড়ই নন, সেরা ফরোয়ার্ডের পুরস্কারও জিতেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।
সেরা মিডফিল্ডারের পুরস্কারও গেছে ভিনির ক্লাব রিয়াল মাদ্রিদে। ১১ জন খেলোয়াড়ের সাথে প্রতিযোগিতায় নেমে সেরা মিডফিল্ডারের পুরস্কার জেতেন রিয়ালের জুড বেলিংহ্যাম। শুধু মিডফিল্ডার নয়, গ্লোব অ্যাওয়ার্ডের ম্যারাডোনা পুরস্কার জিতেছেন এই ইংলিশ তারকা।
ভিনিসিয়ুস পুরস্কার না জেতায় ব্যালন ডি’অর অনুষ্ঠানে সেবার যাননি রিয়াল মাদ্রিদের কেউই। তবে গ্লোব সকার অ্যাওয়ার্ডে যেন তার উল্টো চিত্র দেখলো মাদ্রিদের দলটি। তাতে বিশ্বের সব ক্লাবকে পেছনে ফেলে এ বছরের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। এমনকি সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়ালের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
রিয়ালের এত পুরস্কারের মাঝে প্রতিদ্বন্দী বার্সার কেউ থাকবে না তা কী হয়! অনুষ্ঠানে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার তরুণ স্ট্রাইকার লামিনে ইয়ামাল। এছাড়া লামিনের প্রতিনিধি জর্জ মেন্ডেস জিতেছেন সেরা এজেন্টের পুরস্কার।
এদিকে চলতি মৌসুমে সৌদি প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ১০ গোল করা পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও জিতেছেন পুরস্কার। মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন পাঁচবার ব্যালন ডি’অর জেতা ৪০ বছর বয়সী এ ফুটবলার।
এমআই