Advertisement
Us Bangla Airlines
সাফ জিতে র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোল বাংলাদেশ

সাফ জিতে র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৪, ২২:০৫

সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টের অপরাজেয় যাত্রায় সেমি-ফাইনালে ভুটান এবং ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে সাবিনারা। তাতেই র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় সুখবর। সাফ জিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে নারী দলের অবস্থান ১৩২ নম্বরে।

আজ (শুক্রবার) নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফ চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।

বর্তমান র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশের ওপরে রয়েছে ভারত ও নেপাল। সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারা নেপাল র‍্যঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০৪। আর ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯-এ। বাংলাদেশের পর আছে পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)।

বাংলাদেশ নারী ফুটবল দলের এযাবৎকালের সেরা র‍্যাঙ্কিং ১০০, ২০১৭ সালে। সর্বশেষ তিন বছরেই বাংলাদেশ নারী ফুটবল ১৪০ নম্বরে থেকে ডিসেম্বর শেষ করেছিল।

এদিকে প্রায় চার মাস পর মেয়েদের র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা। এ সময়ে মোট ১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বিশ্বের বিভিন্ন নারী দল। ম্যাচের ফলাফলের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করে ফিফা। সবশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, নারী ফুটবলের ১ নম্বর দল যুক্তরাষ্ট্র, এর আগেও শীর্ষে ছিল তারা। এক ধাপ করে এগিয়ে দুই ও তিনে উঠেছে যথাক্রমে স্পেন ও জার্মানি। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চারে অবস্থান করছে।

এমআই