
ক্যারিবিয়ানদের ১৫ ম্যাচে ১৪ হার, ভরাডুবির ইতিহাসে শীর্ষে বাংলাদেশ
খেলা ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১১:১৪
ক্রিকেট ইতিহাসে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গল্প লিখেছিল ওয়েস্ট ইন্ডিজ। এক সময়ের ভয়ঙ্করতম দল বর্তমানে হারের বৃত্তে আটকে আছে। গত তিন মাসে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে ক্যারিবিয়ানরা। যেখানে টানা ৯ ম্যাচ হেরেছে চেজ-হোপের দল। এমন ধারাবাহিক ভরাডুবি আধুনিক ক্রিকেটে বিরল!
২০২৫ সালের মে মাসে ইংল্যান্ড সফরের মাধ্যমে পরাজয়ের বৃত্তে পা রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবিয়ানরা। এরপর টি-টোয়েন্টিতেও একই দৃশ্যপট, তিন ম্যাচেই হেরে গিয়ে একেবারে খালি হাতে ফিরে আসে তারা।
জুনে আয়ারল্যান্ড সফরে প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও তৃতীয় ম্যাচে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ২৫৬ রানের সংগ্রহ তুলে সেই ম্যাচে ৬২ রানের জয় পায় শাই হোপরা। সবশেষ ১৫ ম্যাচেই এটাই ছিল একমাত্র জয়। এরপর বাকি ম্যাচগুলোতে টানা হার।
জুলাইয়ে নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও (০-৫) কোন জয় ছুঁতে পারেনি দলটি। সর্বশেষ আজ ১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে লডারহিলে প্রথম টি-টোয়েন্টিতে ১৪ রানের ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানদের ইতিহাসে টানা ৯ হার ছিল কি না, তা জানতে পরিসংখ্যান ঘাঁটতে হবে। তবে আধুনিক ক্রিকেটে এমন ধারাবাহিক ভরাডুবি বিরলই বলা চলে। যদিও টানা ম্যাচ হারার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমনকি লজ্জার রেকর্ডের তালিকার প্রথম ৪ নামেই জায়গা করে নিয়েছে টাইগাররা।
২০০৩ সালে বাংলাদেশ দল টানা ২৮ ম্যাচে হার দেখেছিল। ২০১০ সালে ২৪ ম্যাচ ও ২০০১-০২ সালের মধ্যে টানা ২২ ম্যাচে পরাজয় বরণ করেছে মাশরাফিরা। অভিজ্ঞতা ও কাঠামোগত উন্নয়নের অভাবে বাংলাদেশের এমন ব্যর্থতা দেখা গিয়েছিল। তবে ইতিহাস, শক্তি ও প্রতিভার ভাণ্ডার বিবেচনায় ক্যারিবিয়ানদের ভরাডুবি বেশি চোখে পড়ে।
এমআই