Advertisement
Us Bangla Airlines
ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে দেখেনি কেউ

ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে দেখেনি কেউ

খেলা ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ১৮:৫৩

বিশ্বকাপে সরাসরি অংশ নিতে বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশকে বাছাইপর্বের ম্যাচ খেলতে হচ্ছে। টাইগ্রেসদের মতো একই দশা ওয়েস্ট ইন্ডিজের নারীদের। তারাও পাকিস্তানের মাটিতে বাছাইপর্বের পরীক্ষায় অংশ নিয়েছেন।

গতকাল লাহোরে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে স্কটিশ নারীদের ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবিয়ান কাপ্তান হেইলি ম্যাথিউস। ব্যাট হাতে ভালো শুরুর পর ৪৫ ওভারেই সব উইকেট হারায় স্কটল্যান্ড। স্কোরবোর্ডে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৪৪ রানে। স্কটিশ নারীদের প্রথম ৪ ব্যাটারকে আউট করেন হেইলি ম্যাথিউস।

২৪৫ রানের জবাবে ওপেনিংয়ে নামেন ক্যারিবিয়ান অধিনায়ক। মাত্র ৭ রানের মাথায় সঙ্গী হারান তিনি। এরপর তিনে নামা জাইদা জেমসকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন তিনি। এরপরই হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ধসে পড়ে। ১২০/২ থেকে ক্যারিবিয়ানদের ইনিংস দাঁড়ায় ২০৩/৯ রানে।

ইনিংসের মাঝপথে ক্র্যাম্পের কারণে যন্ত্রনায় ভুগেন ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথিউস। এমনকি যন্ত্রণায় দুইবার মাঠও ছেড়েছেন তিনি। প্রথমে ৯৫ রানে এবং পরে ৯৯ রানে মাঠ ছাড়ার পর দলের প্রয়োজনে আবার ফিরে আসেন। দ্বিতীয়বার মাঠে ফিরেই সেঞ্চুরির দেখা পান হেইলি।

এরপর ম্যাথিউস ১৫ রান যোগ করেন এবং অলরাউন্ডার আলিয়া আলেইনের সঙ্গে ৩০ রানের জুটি গড়েন তিনি। তবে জয় থেকে মাত্র ১২ রান থেকে দূরে থাকতেই ৪৭তম ওভারে স্কটিশ স্পিনার আবতাহা মাকসুদের বলে এলবিডব্লিউ হন আলেইন। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবিয়ানদের এমন পরাজয়ে ক্রিকেট ইতিহাসে ভিন্ন নজির দেখা মিলেছে। ওয়ানডে ক্রিকেটে কোনো খেলোয়াড় সেঞ্চুরি এবং ৪ উইকেট পেয়েছেন, তিনি কখনোই ম্যাচ হারেননি। তবে এবারই সেই ব্যতিক্রমী নিয়মে নাম লেখালেন ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথিউস। 

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি তিনি। পুরুষ-নারী ওয়ানডে ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম দেখল ক্রিকেট বিশ্ব।

উল্লেখ্য, ওয়ানডেতে শতরান এবং ৪ উইকেট নেওয়া চতুর্থ নারী ক্রিকেটার হেইলি ম্যাথিউস। তবে অধিনায়ক হিসেবে এই অনন্য কীর্তির একমাত্র মালিক তিনি। ম্যাথিউস দ্বিতীয় সর্বকনিষ্ঠ (২৭ বছর ১১১ দিন) এবং দ্বিতীয় দ্রুততম (৮৮ ইনিংসে) নারী ক্রিকেটার হিসেবে ৯টি ওয়ানডে সেঞ্চুরির মালিক হয়েছেন। এই দুই রেকর্ডেই তার আগে আছেন শুধু অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।

এমআই