
১১৪ রানের পর ১০৬, তবুও পিছিয়ে বাংলাদেশ
খেলা ডেস্ক
২৯ আগস্ট ২০২৫, ১৯:০৪
সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১১৪ রান করেছিল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ইনিংসে তিন উইকেটের বিনিময়ে টাইগারদের সংগ্রহ ১০৬ রান। দুই ধাপে ২২০ রান তুলেও অস্ট্রেলিয়ার রাজ্য দলের তুলনায় ১৬০ রান পিছিয়ে টাইগাররা। বিদ্যমান ৭ উইকেট নিয়ে এই রান শোধ করা বাংলাদেশের জন্য কষ্টের ঘটনাই বটে।
ডারউইনে গতকাল সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। তাতে ৩৫ ওভারের আগেই অলআউট হয়ে বসেছে মাহিদুল অঙ্কনের নেতৃত্বাধীন দল। পরে দিনের বাকি অংশে খেলতে নেমে ৫ উইকেটে ২০৪ রান করে সাউথ অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিনে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের বড় পরীক্ষা নিয়েছে দলটি। অজিদের প্রথম ধাক্কা দিতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১৭০ বল। ৭৭তম ওভারের দ্বিতীয় বলে হ্যারি নিয়েলসেনকে ফেরান হাসান মুরাদ। নিয়েলসেন ১৪৬ বলে ৮ চারে করেন ৮৬ রান। তাতেই ভাঙে ১৫৮ রানের জুটি।
এরপর ১০০.৪ ওভারে ৩৮০ রানে গুটিয়ে যায় দলটি। ২৩৫ বলে ১০ চার ও ১ ছক্কায় সাউথ অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৪৩ রান করেছেন জেসন সাঙঘা। বাংলাদেশ ‘এ’ দলের মোহাম্মদ এনামুল হক, হাসান মুরাদ নিয়েছেন তিনটি করে উইকেট।
২৬৬ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। তবে এবার বিপর্যয়ের মুখে পড়ে টাইগার ব্যাটাররা। মাত্র ৬ রান করতেই ২ উইকেট হারায় অঙ্কনের দল। ওপেনার জয় ৪ রান ও তিন নম্বরে নামা অমিত ফিরেছেন শূন্য রানে। এরপর ইফতিখার হোসেন ইফতি ও শাহাদাত হোসেন দীপু মিলে ৬৯ রানের জুটি গড়েছেন।
তবে ম্যাচের ২৩তম ওভারের শেষ বলে ইফতিকে (৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েস অ্যাগার। ইফতির বিদায়ের পর আর কোনো বিপদ হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। ৩৩ ওভারে ৩ উইকেটে ১০৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা। ৮৭ বলে ৪২ রানে অপরাজিত দীপু। ইয়াসির আলী চৌধুরী রাব্বি ব্যাটিং করছেন ১৮ রানে।
আগামীকাল ১০৬ রান থেকে শুরু করবে বাংলাদেশ। দেখার পালা কোথায় গিয়ে থামে মাহিদুল অঙ্কনের দল।
এমআই