Advertisement
Us Bangla Airlines
সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হলো কিংবদন্তি ক্রিকেটারের ক্যাপ!

সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হলো কিংবদন্তি ক্রিকেটারের ক্যাপ!

খেলা ডেস্ক

২৯ আগস্ট ২০২৫, ১৩:৪৯

ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেনি, এমন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া কঠিন। ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য নানান রেকর্ডে নাম লিখিয়েছেন এই ক্রিকেটার। টেস্ট ফরম্যাটের ইতিহাস ঘাঁটতে রেকর্ডের পাতায় শুরুতেই থাকবে ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম। কিংবদন্তি এই ক্রিকেটারের পরা একটি ক্যাপ বিক্রি হয়েছে সাড়ে ৩ কোটি টাকায়।

ডোনাল্ড ব্র্যাডম্যানের ক্যাপটি কিনেছে অস্ট্রেলিয়া ন্যাশনাল মিউজিয়াম। ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে এই ক্যাপ পরেই খেলেছিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার। ব্র্যাডম্যানের ইতিহাস, ঐতিহ্যকে স্মরণে রাখতেই তার ক্যাপটি প্রায় ৪ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকা) কিনেছে ন্যাশনাল মিউজিয়াম।

জানা যায়, ব্র্যাডম্যান এই ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছিলেন ১৯৪৬-৪৭ সালের সিরিজে, সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন তিনি। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টেস্ট সিরিজ। পাঁচ টেস্টের এই সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

ইংলিশদের সেবারই তাদের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। ফলে অজিদের সেই ইতিহাস স্মরণে দলটির অধিনায়কের ক্যাপ সংরক্ষণ করেছে ক্যানবেরার জাদুঘরটি। যদিও সাড়ে ৩ কোটি টাকা খরচে কেনা এই ক্যাপের অর্ধেক ব্যয় বহন করেছে ফেডারেল সরকার।

অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক ব্র্যাডম্যানের ক্যাপ কেনা প্রসঙ্গে বলেন, ‘ডোনাল্ড ব্র্যাডম্যান সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। এখন তার একটি প্রতীকী ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়ামে থাকায় দর্শনার্থীরা কাছ থেকে তা দেখার সুযোগ পাবেন এবং আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পারবেন।’

এমআই