Advertisement
Us Bangla Airlines
চমক রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

চমক রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

খেলা ডেস্ক

২২ আগস্ট ২০২৫, ২০:৩০

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে এই দলে একাধিক চমক রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। পাশাপাশি বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাইম শেখ।

আজ (শুক্রবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। একই স্কোয়াড সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে, যা আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে।

অস্ট্রেলিয়ায় ৩২ রানের জয় পেল বাংলাদেশ

ঘোষিত স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন সাইফ হাসান। স্কোয়াডের তৃতীয় ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। সবশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি দলে খেলেছিলেন সাইফ হাসান। পাকিস্তানের বিপক্ষে সেবার দুই ম্যাচে মাত্র এক রান করে জাতীয় দল থেকে জায়গা হারিয়েছেন তিনি।

সাইফের পাশাপাশি দলের আরেক চমক নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ২০২২ সালের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। বিপিএল, ডিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়ে জাতীয় দলের টিকিট পেয়েছেন সাইফ-সোহান। 

এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা

১৬ সদস্যের স্কোয়াডে টিকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। গত আগস্টে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আচমকা দলে ডাক পেয়েছিলেন সাইফউদ্দিন। লঙ্কা জয়ের পর পাকিস্তানকে সিরিজ হারানোর দিনে চলনসই পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। তাতেই এশিয়া কাপের টিকিট পেয়েছেন তিনি।

আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচে একাধিকবার সুযোগ পেয়েও জায়গা থিতু করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে আমিরাত সিরিজ থেকে বাদ পড়া সৌম্য সরকারেরও জায়গা মিলেনি ১৬ সদস্যের স্কোয়াডে। 

চারবারের পরীক্ষায় ৩ বার ফেল, এবার পারবে কি বাংলাদেশ?

এশিয়া কাপের জন্য সর্বোচ্চ পাঁচজনের স্ট্যান্ডবাই তালিকা প্রকাশ করতে পারে কোনো দল। বাংলাদেশ চারজনের নাম ঘোষণা করেছে। যেখানে সৌম্য, মিরাজের পাশাপাশি রয়েছেন তানভির ইসলাম ও হাসান মাহমুদ। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব শান্ত কোথায়ও জায়গা পাননি।

একনজরে বাংলাদেশের স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই:  সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, হাসান মাহমুদ।

এমআই