
ভারতের এশিয়া কাপ স্কোয়াডে চমক, দলে আছেন যারা
খেলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ২০:২৭
আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে দলে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব—তার হাতেই থাকছে এবারের এশিয়া কাপে নেতৃত্বের দায়িত্ব। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উদীয়মান ওপেনার শুভমান গিল।
মুম্বাইয়ে আজ দুপুরে প্রধান নির্বাচক অজিত আগারকার এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মিলেই আনুষ্ঠানিকভাবে দলটি ঘোষণা করেন। তবে সবচেয়ে বড় চমক—দলে নেই যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল ও শ্রেয়াস আইয়ার! ইনজুরির কারণে বাদ পড়েছেন ঋষভ পান্ত, আর ফিটনেস না থাকায় জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিরও।
নিয়মিত পারফরম করলেও মোহাম্মদ সিরাজ এবারও সংক্ষিপ্ত সংস্করণের বিবেচনায় আসেননি। অন্যদিকে, বাদ পড়েছেন তরুণ ব্যাটার রিয়ান পরাগ। অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত এশিয়া কাপের বিমানে উঠতে যাচ্ছেন রিংকু সিং। নানান গুঞ্জন থাকলেও ১৪ বছরের বৈভব সূর্যবংশী দলে জায়গা পাননি।
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে, যা শেষ হবে ২৮ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, ওমান ও স্বাগতিক আমিরাতের সঙ্গে। হাইভোল্টেজ ম্যাচ—ভারত-পাকিস্তান লড়াই মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর।
ভারতের এশিয়া কাপ স্কোয়াড
অধিনায়ক: সূর্যকুমার যাদব
সহ-অধিনায়ক: শুভমান গিল
উইকেটরক্ষক: সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা
ব্যাটার: অভিষেক শর্মা, তিলক ভর্মা
অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল
স্পিনার: বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব
পেসার: জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, হার্ষিত রানা
এমআই