
বাংলাদেশের পর শ্রীলঙ্কার সঙ্গেও একই আচরণ ভারতের!
খেলা ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১৬:৩৩
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পর চলতি মাসে বাংলাদেশে খেলতে আসার কথা ছিল ভারতের। তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সূচি প্রকাশও করেছিল বিসিবি। কিন্তু নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই বাংলাদেশের সফর এক বছর পিছিয়ে দেয় ভারত। তবে আগস্টের ফাঁকা সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে চেয়েছিল রোহিতদের বোর্ড। এবার সেটাও স্থগিত করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। এশিয়া কাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে রাখতেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না ভারত। কিন্তু এই সিরিজ দিয়েই মাঠে ফেরার কথা ছিল ভারতের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত-কোহলির। ফলে সিরিজটি না হওয়ায় ভক্তদের অপেক্ষা আরও বাড়ছে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ি ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত ও কোহলি। তাতে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে নিশ্চিতভাবেই থাকছেন না এই দুই তারকা। ফলে জাতীয় দলের জার্সিতে রোহিত-কোহলিকে দেখতে ভক্তদের অক্টোবরের অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ না খেললে, এশিয়া কাপে মাঠে নামার আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না ভারতের। তবে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক সূর্যকুমার জাদব ব্যক্তিগতভাবে নিজেকে ঝালিয়ে নেয়ার কাজ করেছেন।
এদিকে স্কোয়াড গঠন নিয়ে বিসিসিআইকে মধুর সমস্যায় পড়তে হচ্ছে। কারণ সাদা বলে তিনটি জাতীয় দল গঠনের মতো ক্রিকেটার রয়েছে ভারতের বর্তমান স্কোয়াডে। আসন্ন এশিয়া কাপের স্কোয়াড গঠন নিয়ে পরিকল্পনা করছে ভারত। যেখানে ওপেনিং স্লটের আলোচনায় এসেছেন টেস্ট অধিনায়ক শুভমান গিলও।
টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনিংয়ে খেলছেন সানজু স্যামশন ও অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৭৫৪ রান করেছেন শুভমান গিল। তাছাড়া যশস্বী জয়সওয়াল ও দুর্দান্ত আইপিএল কাটানো সাই সুদর্শন আছেন এই তালিকায়। কাকে নিয়ে এশিয়া কাপের দল গড়ে ভারত, সেটাই দেখার পালা।
এমআই