Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও রেকর্ড, হারলেও রেকর্ড!

শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও রেকর্ড, হারলেও রেকর্ড!

খেলা ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ১৬:৩০

জিতলে সিরিজ জয়, হারলে ধবলধোলাই। শ্রীলঙ্কার বিপক্ষে সফরের শেষ ম্যাচে এমন সমীকরণে দাঁড়িয়ে বাংলাদেশ দল। আগের ম্যাচে ৮৩ রানের জয় নিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা এনেছিল টাইগাররা। বড় জয়ের আত্মবিশ্বাসটা শেষ ম্যাচে কাজে লাগাতে চাইবে লিটনের দল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচ জিতলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে লিটনেরা। এর আগে দেশটির বিপক্ষে একাধিক সিরিজ খেললেও জয়ের মুখ দেখেনি লাল-সবুজের দল।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতলে আরেকটি মাইলফলকেও নাম লেখাবে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে সিরিজ জিতবে ফিল সিমন্সের শিষ্যরা। চলতি সফর ছাড়াও অতীতে লঙ্কানদের মাটিতে কখনো কোনো সংস্করণে সিরিজ জিতেনি লাল-সবুজের দল।

২ রানের জন্য রেকর্ড গড়া হলো না বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও লজ্জার রেকর্ডে নাম লেখাবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে টানা তিন সিরিজে পরাজয় বরণ করবে লিটন দাসের দল। এর আগে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল টাইগাররা। অতীতে টানা দুই সিরিজ হারলেও কখনো তিন সিরিজ পরাজয় হয়নি বাংলাদেশের।

এদিকে কলম্বোর এই স্টেডিয়ামেই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। সবশেষ ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে এই ভেন্যুতে দুইবার হারিয়ে ফাইনালে উঠেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। এবার প্রেমাদাসায় আরেকবার রেকর্ড গড়ার অপেক্ষায় বাংলাদেশ।

এমআই