
১৩ বছরের রাজত্ব ছেড়ে ইতালিয়ান ক্লাবে লুকা মদ্রিচ
খেলা ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ১৮:৩১
গুঞ্জনটা আগেই ছিল। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে পাড়ি জমাচ্ছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ। গুঞ্জনে এবার আনুষ্ঠানিক রূপ দিল ইতালিয়ান ক্লাব এসি মিলান। সোমবার ৩৯ বছর বয়সী মদ্রিচকে দলে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে সিরি আর ক্লাবটি।
বিশ্বের একাধিক গণমাধ্যম বলছে, ক্রোয়েশিয়ার অধিনায়কের সঙ্গে এক বছরের চুক্তি করেছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। দলটির সঙ্গে ইতোমধ্যে যোগও দিয়েছেন লুকা মদ্রিচ। ৩৯ বছর বয়সী এই ফুটবলারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে করেছে এসি মিলান।
ভিডিওতে মদ্রিচ বলেন, ‘এখানে (এসি মিলানের স্কোয়াড) এসে আমি খুব খুশি এবং চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। কথা বলার জন্য আমরা অনেক সময় পাব।’
— 433 (@433) July 10, 2025
২০১২ সালে টটেনহ্যাম থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন লুকা মদ্রিচ। এরপর দলটির হয়ে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন এই ফুটবলার। এবার এসি মিলানে যোগ দেওয়ার পাশাপাশি রিয়ালের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কে আনুষ্ঠানিক ইতি টেনেছেন তিনি।
এর আগে গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন লুকা মদ্রিচ। তবে দলটির হয়ে ক্লাব বিশ্বকাপে সবশেষ খেলেছিলেন এই ফুটবলার। পিএসজির বিপক্ষে রিয়ালের ৪-০ গোলে হেরে যাওয়ার পর মদ্রিচের পথচলাও সমাপ্তি টানে। ১৩ বছরের রাজত্ব ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমালেন ক্রোয়েশিয়ার এলএমটেন।
এমআই