
মেসিকে হারানোর পর তার ‘সবই’ নিয়ে গেলেন দেম্বেলে!
খেলা ডেস্ক
৩০ জুন ২০২৫, ১৮:২২
ক্লাব বিশ্বকাপের সেরা আটের লড়াই। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে শিরোপা জেতা পিএসজি। টান টান উত্তেজনার ম্যাচটায় শেষ পর্যন্ত টানের দেখা মিলেনি। মেসির ইন্টার মায়ামিকে প্রথমার্ধে ৪ গোল দিয়ে ক্লাব বিশ্বকাপ থেকে কার্যত বিদায় করে দিয়েছে পিএসজি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কেউ। তাতে পিএসজির কাছে হেরে সেরা আটের লড়াই থেকে গতকাল ছিটকে গিয়েছে মেসিরা। ইন্টার মায়ামির জালে পিএসজি এক হালি গোল দিলেও এদিন নামের পাশে সাফল্য লিখতে পারেননি ফরাসি তারকা ওসমান দেম্বেলে।
ম্যাচের শুরুর একাদশে ছিলেন না এই ফরোয়ার্ড। ৬১ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় হিসেবে দেম্বেলেকে মাঠে নামায় এনরিখে। কিন্তু ম্যাচের বাকি সময়ে কোনো গোল-অ্যাসিস্টে নাম লেখাতে পারেননি এই ফুটবলার। গোল না পেলেও মেসির জার্সি, শর্টস আর বুট বাগিয়েই বেশ খুশি তিনি।
ইনস্টাগ্রামে হাসিমুখে দেম্বেলের পোস্ট যেন বলে দিচ্ছে— ‘গোল পাইনি, তাতে কী? মেসি-প্যাকেজ বাগিয়ে নেওয়া আজকের সেরা অর্জন!’ ছবিতে দেখা যাচ্ছে, মেসির সঙ্গে আলিঙ্গনরত দেম্বেলে, হাতে মেসির নাম লেখা কিট, আর ক্যাপশনে ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।
দেম্বেলে লিখেছেন, ‘সর্বকালের সেরা লিও মেসি। আবার দেখা হলো, আবার স্মৃতি ফিরল। ইন্টার মায়ামিতে তোমার যাত্রা ইতিহাস গড়ুক, সেই কামনা করি।’
ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে লম্বা সময় কাটিয়েছেন ওসমান দেম্বেলে। ২০১৭ থেকে ২০২১ বার্সার হয়ে মাঠ মাতালেও অর্জনের খাতায় খুব একটা সাফল্য লিখতে পারেননি তিনি। কারণ, ইনজুরিতেই কেটেছে দেম্বেলের লম্বা সময়। তবে বার্সার প্যাভিলিয়নে চার বছর কাটিয়ে দেওয়া এই ফরাসির তারকার মেসির সঙ্গে অনেক স্মৃতি। গতকাল সেটাই রোমন্থন করলেন।
এমআই