Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস লিগে ‘চ্যাম্পিয়ন’ হওয়ার অপেক্ষায় দেম্বেলে

চ্যাম্পিয়নস লিগে ‘চ্যাম্পিয়ন’ হওয়ার অপেক্ষায় দেম্বেলে

খেলা ডেস্ক

৩১ মে ২০২৫, ২১:৪৫

চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারণের মহারণ এখন সময়ের অপেক্ষা। চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরতে ফরাসি ক্লাব পিএসজির ইন্টার পরীক্ষায় পাস করতে হবে। ইন্টারকে মিলানকে কোনোভাবে ধরাশায়ী করতে পারলে প্রথমবারের মতো শিরোপা জিতবে মেসি-নেইমারের সাবেক ক্লাব পিএসজি।

ফুটবলের দুই মহাতারকা মেসি-নেইমার পিএসজি ছেড়েছেন অনেক দিন আগে। তাদের আমলে ফাইনালে লিগ ওয়ানের ক্লাবটি ফাইনাল ম্যাচ খেললেও শিরোপা জিততে পারেনি। বর্তমানে দলটির সেরা তারকা উসমান দেম্বেলে। ফ্র্যান্সের এই ফুটবলার ফাইনালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার অপেক্ষায়।

ছোটবেলার স্বপ্ন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাতে হতাশ না হতে হয়, সেদিকেই তার সব মনোযোগ। সেইসঙ্গে মনের কোণে আছে ব্যালন ডি’অরও। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে দেম্বেলে বলেন, ‘গত জানুয়ারি থেকে আমাদের মানসিকতা পুরোপুরি বদলে গেছ এবং সেটা ধরে রাখতে চাই। ফাইনাল নিয়ে সবাই খুবই রোমাঞ্চিত এবং সম্পূর্ণ প্রস্তুত।’
 
তিনি বলেন, ‘ছেলেবেলা থেকেই স্বপ্ন ছিল চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলব। ইন্টার দুর্দান্ত এক দল এবং ফাইনালে জায়গা তাদের প্রাপ্য। আশা করি দলীয় এবং ব্যক্তিগতভাবে মনোযোগ ধরে রেখে আমরা দারুণ কিছু করতে পারব।’

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছেন পিএসজির এই ফরাসি ফরোয়ার্ড। এ কারণেই তাকে ব্যালন ডি’অরের দৌড়ে রেখেছেন অনেকে। তবে তার সব মনোযোগ এখন ফাইনালেই। যদিও মনে মনে ব্যালন ডি’রের মতো পুরস্কারের আশাও করছেন এই তারকা ফুটবলার।

উসমান দেম্বেলে বলেন, ‘পিএসজির ফুটবলার হলে আপনাকে অবশ্যই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়কেই সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমার সব মনোযোগ দলের প্রতি, ব্যক্তিগত ট্রফিতে নয়। সত্যি বলতে, এটা (ব্যালন ডি’র) আমার মনের কোণে আছে। তবে আমার মনোযোগ পুরোপুরি দলের দিকে।’

এমআই