
৫৮ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশের ৩৭১!
খেলা ডেস্ক
২৮ মে ২০২৫, ১৩:০৬
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দাঁড়াতেই পারছিল না বাংলাদেশি ব্যাটাররা। প্রোটিয়াদের বোলিং তোপে মাত্র ৫৮ রানেই ৫ উইকেট হারিয়েছিল শাহাদাত দীপুর দল। তাতে শত রানের আগেই বাংলাদেশের অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল। কিন্তু ওপেনার ইফতিখার ও অলরাউন্ডার মইনের ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
গতকাল মিডলঅর্ডার ব্যাটার মঈন ৯১ রান ও ইফতিখার হোসেন সেঞ্চুরি করে আউটের পর ৭ উইকেটে ২৪২ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ ইমার্জিং দল। তবে শেষ তিন উইকেটে লোয়ারঅর্ডার ব্যাটাররা ১৩০ রানের বড় সংগ্রহ যোগ করে। তাতে আজ দেড় সেশন ব্যাটিং করে ৩৭১ রানে বাংলাদেশ ইমার্জিং দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক দল। রানের খাতা খোলার আগেই আউট হন প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ওপেনার আশিকুর রহমান শিবলি। তিনে নামা চৌধুরী রিজওয়ান ৭, অধিনায়ক শাহাদাত ১, আরিফুল ইসলাম শূন্য ও প্রীতম কুমার ২ রানে আউট হন।
তাতে মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ইফতি ও মঈন। উইকেটে সেট হয়ে ১৭৯ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই সেঞ্চুরি তুলে নেন ইফতি। ৯১ রানে আউট হন অলরাউন্ডার মঈন খান।
দুই সেট ব্যাটারের আউটের পর মাত্র ২ রান যোগ করে দিন শেষ করে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু পায় দুই লোয়ারঅর্ডার ব্যাটার রাকিবুল হাসান এবং রিপন মণ্ডল। রাকিবুল ৩১ রানে আউট হলেও রিপন মন্ডল ৪৩ রানে স্টাম্পিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন। এছাড়া দশে নামা মেহেদী হাসানও ৪৪ রানে অপরাজিত ছিলেন।
সবমিলিয়ে ৩৭১ রানে দশ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার আন্দিলে মোকগাকানে ৪২ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া এনটুলি ৩, মোকেয়না ২ ও ফরেস্টার ১ উইকেট শিকার করেছেন।
এমআই