Advertisement
Us Bangla Airlines
লর্ডসের ফাইনালে না খেললেও যেভাবে থাকছে ভারত
টেস্ট চ্যাম্পিয়নশিপ

লর্ডসের ফাইনালে না খেললেও যেভাবে থাকছে ভারত

খেলা ডেস্ক

২৪ মে ২০২৫, ২০:৪৭

বোর্ডার-গাভাস্কার সিরিজ হেরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছে ভারত। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। আগামী জুন মাসে লর্ডসে এই ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সেই ম্যাচে না খেলেও আছে ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য গতকাল ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো।

ফাইনাল খেলতে ভারতের সামনে আরও কঠিন সমীকরণ

তিন আম্পায়ারের দায়িত্বে কোনো ভারতীয় না থাকলেও ম্যাচের চতুর্থ আম্পায়ার ভারতের। আইসিসির এলিট প্যানেলে থাকা ভারতের একমাত্র আম্পায়ার নিথিন মেনন থাকছেন ম্যাচের চতুর্থ আম্পয়ারের দায়িত্বে। অন্যদিকে ম্যাচ রেফারি হিসেবে কাজ করবেন ভারতেরই সাবেক তারকা ক্রিকেটার জাভাগল শ্রীনাথ।

নিথিন মেনন এবারই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথমবার কোনো দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে প্রতিবার ভারত ফাইনালে খেলায় তার সুযোগ হয়নি। এবার ভারত না থাকায় ফাইনাল ম্যাচের চতুর্থ আম্পয়ারের দায়িত্বে থাকছেন তিনি।

অন্যদিকে ম্যাচ রেফারি হিসেবে থাকা ভারতের শ্রীনাথ অনেক অভিজ্ঞ। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৪৮৯ ম্যাচে তিনি এই দায়িত্ব পালন করেছেন। 

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবারই প্রথম খেলবে দক্ষিণ আফ্রিকা। আগের মৌসুমে ভারতের বিপক্ষে ফাইনাল খেলে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১৯-২১ মৌসুমে ভারতকে হারিয়ে এ টুর্নামেন্টের প্রথম ট্রফি জিতেছিল কেইন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

এমআই