
৪ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ
খেলা ডেস্ক
২১ মার্চ ২০২৫, ১৫:৫১
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ২০২২ সালে খেলতে গিয়েছিল বাংলাদেশ। তামিমের নেতৃত্বে সেবারই প্রথম প্রোটিয়াদের তাদের মাটিতে ওয়ানডে সিরিজ হারিয়েছিল টাইগাররা। তবে সিরিজ জয়ের সুখস্মৃতি আর টেস্টে ধরে রাখতে পারেনি। দুই ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয় পরাজয় বরণ করেই বিদায় নিয়েছিল বাংলাদেশ।
এবার চার বছর পর আবার সেই টেস্ট সিরিজ খেলতেই দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাবে বাংলাদেশ দল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) সূচি থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সেই সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার পুরুষ, নারী কোনো ক্রিকেট দলই বাংলাদেশের বিপক্ষে খেলবে না। তবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ২০২৬-২৭ মৌসুমে। তখন দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। যদিও এই সিরিজের সূচি এখনো প্রকাশ করা হয়নি।
একই মৌসুমে ইংল্যান্ড,অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবেন প্রোটিয়া ক্রিকেটাররা। এছাড়া ২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মিলে ১০ টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
উল্লেখ্য, বাংলাদেশ দল এর আগে ২০০২, ২০০৮, ২০১৭ ও ২০২২ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা সফরে। যদিও এখন পর্যন্ত চার দফায় সিরিজ খেলতে গিয়ে টাইগাররা হার ঠেকাতে পারেনি। প্রোটিয়াদের বিপক্ষে কেবল দুটি টেস্ট ড্রয়ের নজির রয়েছে বাংলাদেশের। তাও সেই দুটি ম্যাচ ছিল বাংলাদেশের মাটিতে।
সবশেষ গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম ও মিরপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। কিন্তু উভয় ম্যাচেই প্রোটিয়াদের সামনে দাঁড়াতে পারেনি শান্ত-মুশফিকরা।
এমআই