Advertisement
Us Bangla Airlines
সেমিতে হেরেছে দুই দল, তবুও কেন বেশি টাকা পাচ্ছে প্রোটিয়ারা

সেমিতে হেরেছে দুই দল, তবুও কেন বেশি টাকা পাচ্ছে প্রোটিয়ারা

খেলা ডেস্ক

০৬ মার্চ ২০২৫, ১৯:২৩

চ্যাম্পিয়নস ট্রফির এখন শুধু শিরোপা নির্ধারণী ম্যাচটাই বাকি। আগামী ৯ মার্চ ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, নিউজিল্যান্ড হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। টুর্নামেন্ট থেকে অজি-প্রোটিয়াদের ছিটকে পড়ায় এবার আসছে অর্থ প্রসঙ্গ।

মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসির এই টুর্নামেন্টে প্রতিটি দলের জন্য প্রাইজমানি রেখেছে আইসিসি। তাতে কোনো ম্যাচ না জিতেই ৬ কোটি টাকা পেয়েছে বাংলাদেশ দল। সমান অঙ্কের টাকা পেয়েছে রশিদ-নবীরা। গ্রুপ পর্বের তলানিতে থাকা পাকিস্তান, ইংল্যান্ড পেয়েছে ৩ কোটি টাকা। সেমিতে হারা দলগুলো তবে কত টাকা পাচ্ছে?

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই প্রাইজমানি ঘোষণা করেছিল আইসিসি। গতবারের তুলনায় এবার প্রাইজমানি বেড়েছে ৫৩ শতাংশ। তাতে আসরে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা। রানার্স আপ হওয়া দল প্রাইজমানি হিসেবে পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ। অর্থাৎ তারা পাবে ১১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা।

প্রাইজমানি অনুযায়ী, পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা করে। আর টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতি দলের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ২৫ হাজার ডলার বা ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা।

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি ৩৪ হাজার ডলার বা ৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা নির্ধারণ করেছিল আইসিসি। নিয়ম মোতাবেক- অংশগ্রহণ ফি, ম্যাচ জয় এবং সেমিতে খেলার কারণে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার (গ্রুপের সব ম্যাচ জিতলে) ৯ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৭২১ টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে উভয় দলই নির্ধারিত টাকার কম পাচ্ছে।

গ্রুপ পর্বে আফগানিস্তান এবং ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে ওঠা প্রোটিয়ারা পাচ্ছেন ৯ কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৭০৮ টাকা। একই সমীকরণে টুর্নামেন্ট থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া পাচ্ছে আরও কম টাকা। স্মিথদের পকেটে ঢুকবে ৯ কোটি ৯ লাখ ৮০ হাজার ৬৯৫ টাকা। কিন্তু উভয় দলের টাকা কমে যাওয়ার কারণ কী, এমন প্রশ্নেও আছে উত্তর।

গ্রুপ পর্বে বৃষ্টির কবলে পড়ে দুটো ম্যাচ পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়ার। ফলে ম্যাচ ড্র হওয়ায় উভয় দলকে প্রাইজমানির টাকা ভাগাভাগি করে দেওয়া হয়। এতেই অজিদের নির্ধারিত টাকা থেকে ৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা কমে যায়। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকারও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ফলে তাদের অর্থের পরিমাণ কমেছে ২০ লাখ টাকার বেশি। 

এমআই