Advertisement
Us Bangla Airlines
ফাইনাল খেলতে ভারতের সামনে আরও কঠিন সমীকরণ
টেস্ট চ্যাম্পিয়নশিপ

ফাইনাল খেলতে ভারতের সামনে আরও কঠিন সমীকরণ

খেলা ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫৮

অস্ট্রেলিয়ায় চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় ম্যাচে ড্র করেছে ভারত। অবশ্য ভারতের চেয়ে এ ম্যাচে বৃষ্টির অবদান বেশি ছিল। যদিও পিছিয়ে পড়া ম্যাচে কোনমতে ড্র করতে পেরেই খুশি ভারত। তবে এমন ফলাফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার দৌড়ে ভারতের কাজটা যেন আরেকটু কঠিন হয়ে গেল।

টেস্ট চ্যাম্পিয়নশিপে নক আউট পর্বের জন্য নির্ধারিত সময়সূচি প্রায় দুই বছর। আইসিসি কর্তৃক ঘোষিত সূচি অনুযায়ী, নক আউটের ম্যাচ শেষে পয়েন্ট তালিকার সেরা দুই দল ফাইনাল খেলে থাকে। এ টুর্নামেন্টের সবশেষ দুই আসরে ফাইনাল খেলেছে ভারত। এবারও ফাইনাল খেলার দৌড়ে শুরু থেকে এগিয়ে ছিল দলটি। তবে সমীকরণের শেষবেলায় এসে তালগোল পাকিয়ে ফেলেছে রোহিতের দল।

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা ভারতকে বড় শঙ্কায় ফেলেছে। এ শঙ্কায় আরও ঘি ঢেলেছে অ্যাডিলেডে অজিদের বিপক্ষে বড় হার। ফলে এককালে শীর্ষে থাকা ভারত এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এদিকে ব্রিসবনের ম্যাচে ড্র হওয়া ফলাফল ভারতের সমীকরণ আরও জটিল করে তুলেছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার দৌড়ে বর্তমানে ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এরমধ্যে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আর দুটো ম্য়াচ বাকি রয়েছে। মেলবোর্ন ও সিডনিতে এ দুটো ম্য়াচ অনুষ্ঠিত হবে। তাতে ভারত যদি এই দুটো ম্য়াচেই জিতে যায়, তবে অনায়াসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বিরাট কোহলিরা।

তবে জয়-পরাজয়ের ম্যাচ আছে শঙ্কাও। এমনকি বাকি ম্যাচের ফলাফল ড্র হলেও বিপদে পড়বে গৌতম গাম্ভীরের শিষ্যরা। সমীকরণ এমন, ভারত যদি ২-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতে, সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্য়াচের টেস্ট সিরিজে একটি ম্য়াচে হারাতেই হবে। অথবা একটি ম্যাচ ড্র করে সিরিজটি লঙ্কানদের ১-০ ব্যবধানে জিততে হবে। 

ভারতের অস্ট্রেলিয়া সিরিজের বর্তমান ফলাফল ১-১। সিরিজের বাকি দুই ম্যাচ শেষে ফলাফল যদি ২-২ হয়, তবে ভারতের জন্য লড়াইটা আরও কঠিন হয়ে পড়বে। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। অজিদের যদি লঙ্কানরা ২-০ ব্যবধানে হারাতে পারে, তবেই ফাইনাল খেলার সুযোগ পাবে ভারত।

এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে বর্তমানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি লঙ্কানদের ২-০ ব্যবধানে হারিয়ে তারাও ফাইনাল দাবিদার। তাতে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট জিতলেই ফাইনালের টিকেট কাটবে প্রোটিয়ারা। তবে এখানেও ভাগ্যের সুযোগ খুঁজবে রোহিত-কোহলিরা।

বোর্ডার-গাভাস্কার ট্রফির ফলাফল যদি ২-২ সমতায় শেষ হয় এবং অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়, তবুও ভারত ফাইনাল খেলতে পারবে। সেক্ষেত্রে পাকিস্তানকে ২-০ ব্য়বধানে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। তবে যদি-কিন্তুর এ সমীকরণে বড় পার্থক্য গড়ে দিবে অজিদের সাথে ভারতের চলমান সিরিজ। এবার দেখার পালা, ভারত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে।

এমআই