
আফগানদের বিপক্ষে নামার আগে সুখবর পেলেন সাইফ-রিশাদ
খেলা ডেস্ক
০১ অক্টোবর ২০২৫, ২০:৪৭
এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিললো র্যাঙ্কিংয়ের সিঁড়িতে। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আইসিসির হালনাগাদে বড় সুখবর পেলেন সাইফ হাসান ও রিশাদ হোসেন। দুজনেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চোখধাঁধানো উন্নতি করেছেন।
৪৫ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৩৬তম স্থানে উঠেছেন সাইফ হাসান। ভারতের বিপক্ষে ঝলক দেখিয়েছেন ৫১ বলে ৬৯ রানের লড়াকু ইনিংস খেলেছেন তিনি। আগের সপ্তাহেই ১৩৩ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই ডানহাতি ওপেনার।
বল হাতে চমকে দিয়েছেন রিশাদ হোসেন। ভারতের বিপক্ষে ২৭ রানে ২ উইকেট, পাকিস্তানের বিপক্ষে আরও কৃপণ স্পেল—৪ ওভারে মাত্র ১৮ রানে তুলে নেন ২ উইকেট। তার এই ধারাবাহিকতার পুরস্কারও ধরা দিয়েছে র্যাঙ্কিংয়ে। ৬ ধাপ এগিয়ে এখন বোলারদের তালিকায় আছেন ২০তম স্থানে।
আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। নতুন সিরিজের আগে এই অর্জন নিঃসন্দেহে এই দুই উদীয়মান তারকার মধ্যে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।
এদিকে, র্যাঙ্কিংয়ে কিছু নেতিবাচক দিকও চোখে পড়েছে। ইনজুরির কারণে শেষ দুটি ম্যাচ মিস করায় লিটন দাস নেমে গেছেন ৪৩ নম্বরে। তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় যথাক্রমে ৪৫ ও ৪৬তম স্থানে। জাকের আলির অবস্থান এখন ৬৩তম।
বোলিংয়ে রিশাদের পাশাপাশি এগিয়েছেন তাসকিন আহমেদ, এখন রয়েছেন ৩০তম স্থানে। তবে মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে গেছেন, বর্তমানে অবস্থান করছেন ১১ নম্বরে।
এমআই