ভেল্লালাগের বাবার মৃত্যুর খবরে স্তম্ভিত নবী
খেলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৪
দুনিথ ভেল্লালাগের করা শেষ ওভারে ৫ ছক্কায় ৩২ রান তুলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। শ্রীলঙ্কার বিপক্ষে লড়াকু পুঁজি তোলার পরেও শেষ পর্যন্ত জয়টা যায় লঙ্কানদের ঝুলিতে। মাঠে ব্যাট হাতে ছিলেন আগুনঝরা, কিন্তু খেলার পর নবীকে দেখা যায় ভীষণ বিমর্ষ। কারণ, ম্যাচ শেষে জানতে পারেন ভেল্লালাগের বাবার মৃত্যুর খবর।
নবীর জন্য হয়তো এটি ছিল আরেকটি ব্যাটিং কীর্তির দিন। কিন্তু ড্রেসিংরুমের করিডোর পেরোতেই মুখোমুখি হন এক কঠিন বাস্তবতার। ভেল্লালাগের মুখে শোকের ছায়া, পাশে দাঁড়িয়ে কোচ সনাথ জয়সুরিয়া। দ্রুতই নবীকে জানানো হয়, ভেল্লালাগের বাবা সাবেক ক্রিকেটার সুরঙ্গা ভেল্লালাগে আর নেই। মুহূর্তেই থমকে যান আফগান এই অভিজ্ঞ অলরাউন্ডার।
খবরটা যেন নবীর হৃদয়ে নাড়া দেয়। প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের এমন গভীর ব্যক্তিগত ক্ষতির মুহূর্তে ক্রীড়া-প্রতিদ্বন্দ্বিতা একপাশে সরিয়ে রেখে তিনি পাশে দাঁড়ান। মাঠে ভেল্লালাগের করা ওভারে ছক্কার পর ছক্কা মারলেও, মাঠের বাইরে নবী হয়ে ওঠেন এক মানবিক মুখ।
পরে নিজের সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার)-এ নবী লেখেন, ‘দুনিথ ভেল্লালাগের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শক্ত থাকো ভাই।’ এই এক লাইনের বার্তাতেই ধরা পড়ে একজন অভিজ্ঞ ক্রিকেটারের হৃদয়ের গভীরতা, সতীর্থদের প্রতি সহমর্মিতা এবং খেলার বাইরেও মানবিক সংযোগের শক্তি।
নবীর এই অবস্থান কেবল ভেল্লালাগের প্রতি শ্রদ্ধা নয়, পুরো ক্রিকেট বিশ্বের কাছে একটি বার্তা—মাঠে প্রতিপক্ষ হলেও খেলোয়াড়দের বন্ধন অনেক গভীর। ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাসে যখন অনেকেই ব্যস্ত, তখন নবীর মতো কেউ কেউ অন্যের দুঃখে কাঁধ মিলিয়ে জানিয়ে দেন—এটাই ক্রিকেটের বড় সৌন্দর্য।
এমআই