
সাফজয়ী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি!
খেলা ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ১৫:০৯
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলার সাগরিকার বাড়িতে ২ লাখ ২৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে গত ১৪ আগস্ট রাতে চুরির ঘটনা ঘটে। আজ বুধবার সকালে বিষয়টি জানাজানি হয়েছে।
জানা যায়, বাড়িতে এলে সরকারি অর্থায়নে নির্মিত ঘরে থাকেন সাগরিকা। তার পাশে মাটির আরেকটি ঘর আছে তাদের। সাগরিকা বাড়িতে না থাকলে মাটির ঘরে থাকেন সাগরিকার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে পাকা ঘরে তালা দিয়ে মাটির ঘরে ছিলেন সাগরিকার বাবা-মা।
গত ১৪ আগস্ট রাতে পাকা ঘরের তালা ভেঙে সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে রাণীশংকৈল থানায় অভিযোগ দায়ের করেছেন সাগরিকার বাবা মো. লিটন। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন তিনি।
সাগরিকার বাবা বলেন, মেয়ের জমানো ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন। বেশ কয়েকদিন পরে ১৪ আগস্ট টাকা ফেরত দেয় ওই প্রতিবেশী। টাকা ফেরত দেওয়ার রাতেই ঘরের তালা ভেঙে সেই টাকা চুরি হয়েছে। এতদিন টাকা বাড়িতে ছিল না, চোরও আসেনি। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো।’
উল্লেখ্য, বাংলাদেশ নারী জাতীয় দলের ফুটবলার মোসাম্মৎ সাগরিকা। বয়স কম হওয়ায় সম্প্রতি অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলেছেন তিনি। তিন ম্যাচে আট গোল দিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছিলেন এই উদীয়মান ফুটবলার। এমনকি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে জায়গা করে নিতে অবদান ছিল সাগরিকার। এবার শুনলেন দুঃসংবাদ।
এমআই