
তিন ম্যাচ নিষিদ্ধ হলেন ৪ গোল করা বাংলাদেশি ফুটবলার
খেলা ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৮:১০
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছেন স্ট্রাইকার মোসাম্মৎ সাগরিকা। শ্রীলঙ্কার সঙ্গে হ্যাটট্রিক করেছেন এই ফুটবলার। নেপালের বিপক্ষে প্রথমার্ধেই পেয়েছিলেন গোলের দেখা। দুই ম্যাচে ৪ গোল করা এই ফুটবলার ভুটানের বিপক্ষে খেলতে পারেননি। নেপালের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখায় খেলা হয়নি তার।
বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচের ৫৪ মিনিটে লাল কার্ড পেয়েছিলেন সাগরিকা। বাংলাদেশি ফুটবলারের গায়ে শুরুতে আঘাত করা নেপালের ডিফেন্ডার সিমরানও একই শাস্তি পেয়েছিলেন। লাল কার্ডে সাধারণত পরের ম্যাচে নিষিদ্ধ থাকেন সংশ্লিষ্ট ফুটবলার। রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তির মেয়াদ ও ধরন বৃদ্ধি পায়।
সাফ এক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের ফুটবলারকে বড় শাস্তি দিয়েছে। দুই ফুটবলারকেই সমান তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫০০ ডলার করে জরিমানা করেছে। গতকাল বাংলাদেশ অ-২০ নারী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বরাবর সাফ থেকে এই সংক্রান্ত চিঠি ইস্যু হয়েছে।
সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এত বড় শাস্তি পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খানিকটা বিস্মিত। শাস্তির বিপরীতে আপিল করলে বাফুফেকে আবার কয়েক শ’ ডলার জমা দিতে হবে। তাই বাফুফের আর সেই পথে হাঁটছে না। সাগরিকাকে জরিমানা করলেও মূলত বাফুফেকে এই জরিমানা পরিশোধ করতে হবে।
এদিকে আজ বাংলাদেশ পুনরায় ভুটানের বিপক্ষে খেলবে। এই ম্যাচেও থাকছেন না দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাগরিকা। পরের ম্যাচে বাংলাদেশ আরেকবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সেখানেও সাগরিকাকে ছাড়াই খেলতে হবে। তবে ২১ জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচে একাদশে ফিরবেন ফরোয়ার্ড সাগরিকা।
এমআই