Advertisement
Us Bangla Airlines
সাড়ে চার ঘণ্টার ম্যাচে বড় জয় পেল বাংলাদেশ

সাড়ে চার ঘণ্টার ম্যাচে বড় জয় পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৫ জুলাই ২০২৫, ২০:১৮

আবহাওয়ার কারণে অদ্ভুত ঘটনার সাক্ষী হলো সাফ অ-২০ নারী টুর্নামেন্ট। ম্যাচের প্রথমার্ধে কিংস অ্যারেনায় খেলা শুরু হওয়ার পর দ্বিতীয়ার্ধে আসে ভেন্যুতে পরিবর্তন। ম্যাচের মধ্যবিরতির পর পৌনে তিন ঘণ্টা পর কিংস অ্যারেনার অনুশীলন মাঠে খেলার দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয়েছে। সাড়ে চার ঘণ্টার ম্যাচে ৪-১ গোলে জয়লাভ করেছে বাংলাদেশ। 

ম্যাচের প্রথমার্ধে শান্তি মারডির গোলে বাংলাদেশ এগিয়ে ছিল। বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার এই ম্যাচের একাদশে পরির্তন এনেছিলেন। ফলে শক্তিমত্তায় পিছিয়ে থাকায় খেলার প্রভাবে পরিবর্তন ছিল। পাশাপাশি মাঠ বৃষ্টিতে অনেক ভারী হওয়ায় বাংলাদেশ-ভুটান কেউই স্বাভাবিক খেলা খেলতে পারেনি। 

দেশের ফুটবলে বিচিত্র ঘটনা, ম্যাচের মাঝেই বদলে গেল ভেন্যু!

দ্বিতীয়ার্ধ শুরুর সময় রেফারি খেলা আধ ঘণ্টা বিলম্বে শুরুর সিদ্ধান্ত নেন। রেফারি ও ম্যাচ কমিশনার আধ ঘণ্টা পর মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর মতো মনে করেননি। কিংস অ্যারেনার গ্রাউন্ড স্টাফরা প্রাণান্ত চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি। 

বাইলজ অনুযায়ী, ম্যাচ দুই দফা আধ ঘণ্টা পর্যন্ত স্থগিত করা যায়। এরপর বিষয়টি চলে যায় টুর্নামেন্ট কমিটির কাছে। বাংলাদেশ ও ভুটান দুই দলের সঙ্গে ম্যাচ এক ঘণ্টা বিলম্ব হওয়ার পর মিটিং হয়। সেই মিটিংয়ে দুই দলই আজ খেলা শেষ হওয়ার পক্ষে মত দেয়। 

কিংস অ্যারেনা স্টেডিয়ামের পাশেই কিংস অ্যারেনার অনুশীলন মাঠ রয়েছে। সেই মাঠটি খেলার উপযুক্ত থাকায় সেখানে পৌনে সাতটায় খেলা শুরুর সিদ্ধান্ত হয়। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, টিভি সম্প্রচার ক্যামেরা ও দর্শক সবাই স্থানান্তরিত হন। অনুশীলন মাঠ ফলে দর্শক গ্যালারি নেই। দর্শকরা মাঠের চার পাশে বেড়ার পেছনে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। 

দ্বিতীয়ার্ধের শুরুতে ভুটান গোল করে খেলায় সমতা আনে। কিছুক্ষণ পর প্রথমার্ধের গোলদাতা শান্তি মারডি বাংলাদেশকে আবার লিড এনে দেন। এরপর টানা দুটি গোল হলে বাংলাদেশ ৪-১ গোলে জয় পায়। তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। 

সাফ অ-২০ টুর্নামেন্টে চার দল একে অন্যের সঙ্গে দুই বার করে মুখোমুখি হবে। ৬ ম্যাচ শেষে টেবিলে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। 

এমআই