
ক্রিকেটের উন্নয়ন চাওয়া সংগঠকদের ক্রিকেট বর্জনের ঘোষণা
খেলা ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ১৫:২৯
বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন কমছেই না। নির্বাচন শুরুর আগে দেশের ক্রিকেটের কল্যাণে সবাই কাজ করার ঘোষণা দিয়েছিলেন। তবে অনিয়মের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন বয়কট করেছিল একদল সংগঠক। ক্রিকেটে উন্নয়নে কাজ করতে চাওয়া সেই সংগঠকেরা এবার ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন।
আজ (বুধবার) দুপুরে এক সংবাদ সম্মেলন করে বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষে ক্রিকেট বর্জনের ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। তিনিসহ ঢাকার অধিকাংশ ক্লাব কর্তারা জানিয়েছেন, তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন না। এ ছাড়া বুলবুলকে অবৈধ সভাপতি ও তাদের বিদ্রোহী ক্লাব সংগঠক বলার কারণে আপত্তি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, ‘আমরা একই কথা বলতে বলতে ক্লান্ত। আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে ৬ তারিখের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। এই বয়সে আমরা বহু সরকার দেখেছি, বিতর্কিত নির্বাচন দেখেছি, রাতের ভোট এবং দিনে কারচুপি দেখেছি। সব কিছুকে ছাপিয়ে সবার সামনেই এবারের (বিসিবি নির্বাচনে) ভোট হলো।’
তিনি আরও বলেন, ‘আজ থেকে ক্রিকেট সৌন্দর্য হারিয়েছে। আপনারা যদি এভাবে চলতে চান আমরা ক্রিকেট খেলব না। একই বিষয় জেলা ক্রিকেটের ক্ষেত্রেও। এখানে জেলা প্রতিনিধি আছেন রেদওয়ান ভাই। আমরা জেলা পর্যায় থেকেও ক্রিকেট বর্জন করব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে। আমরা ঘোষণা দিচ্ছি।’
এর আগে গত শনিবার ক্লাব নির্বাচন পেছানোসহ ৩টি শর্ত জানিয়েছিলেন এই সংগঠকরা। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছিল। তাদের দাবি ছিল–নির্বাহী পর্ষদের সময় বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল, অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।
এমআই