Advertisement
Us Bangla Airlines
২০ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কামিন্স-হেড

২০ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কামিন্স-হেড

খেলা ডেস্ক

০৮ অক্টোবর ২০২৫, ১৫:১১

বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের দাপট দিন দিন বাড়ছে। সেই ঢেউ আছড়ে পড়েছে অস্ট্রেলিয়ান ড্রেসিংরুমেও। সম্প্রতি দেশটির দুই তারকা ক্রিকেটার অধিনায়ক প্যাট কমিন্স এবং সহ-অধিনায়ক ট্র্যাভিস হেডকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে এসে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে।

আইপিএল মালিকানাধীন গোষ্ঠী বা সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের পক্ষ থেকে এই প্রস্তাব মিলেছে বলে জানিয়েছে দেশটির এক গণমাধ্যম। শুধু প্রস্তাবে ক্ষান্ত নয়, অস্ট্রেলিয়া জাতীয় দল ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললে প্রত্যেককে ১০ মিলিয়ন মার্কিন ডলারের চমকপ্রদ প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এমন লোভনীয় প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন কামিন্স-হেড।

অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটাররা বছরে গড়ে ১.৫ মিলিয়ন ডলার রোজগার করেন। অধিনায়ক হিসেবে কমিন্সের আয় ছিল প্রায় ৩ মিলিয়ন ডলার। নির্দিষ্ট আয়ের তুলনায় ছয়-সাত গুণ বেশি উপার্জনের সুযোগ থাকলেও তা আমলে নেননি এই দুই অজি তারকা।

এদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে পাওয়া এমন প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার অভ্যন্তরে প্রভাব ফেলেছে। বোর্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এখন নতুন করে ভাবছে, কীভাবে বিগ ব্যাশ লিগকে আরও আকর্ষণীয় করে তোলা যায়, খেলোয়াড়দের বেতন কাঠামো কীভাবে যুগোপযোগী করা যায়।

এমআই