
মাদ্রাসার ক্রিকেটেও নজর বিসিবির, আসছে নতুন টুর্নামেন্ট
খেলা ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই ক্রিকেট বিকাশে নতুন দিগন্তের খোঁজে নেমেছে। স্কুল ও কলেজ ক্রিকেটের ধারাবাহিকতায় এবার মাদ্রাসা শিক্ষার্থীদের ক্রিকেটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বোর্ডের নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দায়িত্বে আসা ২৫ পরিচালকের মধ্য থেকে ২৩টি স্থায়ী কমিটির প্রধান মনোনীত হয়েছে। পরদিন, নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি মাদ্রাসাভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রসঙ্গও আলোচনায় আসে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। সেখান থেকেও যদি কিছু ক্রিকেটার উঠে আসে, সেই ব্যবস্থা আমরা করছি।’ তিনি জানান, বিসিবি স্কুল পর্যায়ে যে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে, তারই সম্প্রসারিত অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে।
মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কোন ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করা হবে, এমন প্রশ্নে বুলবুল বলেন, ‘এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে যেহেতু আমরা পরিকল্পনা করেছি, বাস্তবায়নের চেষ্টাও করব। আপাতত ছোট ফরম্যাটে, অর্থাৎ টি-টোয়েন্টি ধরনের টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছি।’
বিসিবির এ উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের অবহেলিত কিন্তু সম্ভাবনাময় একটি শিক্ষাব্যবস্থার শিক্ষার্থীদের জন্য খুলে যাবে ক্রিকেটের দরজা। এটি শুধু প্রতিভা অন্বেষণ নয়, বরং ক্রিকেটকে জাতীয় পর্যায়ে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
এমআই