Advertisement
Us Bangla Airlines
ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ দল

ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ দল

খেলা ডেস্ক

১১ জুলাই ২০২৫, ১৭:০৩

এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে সম্প্রতি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। সেই দলের আট ফুটবলারই খেলছেন বাংলাদেশ অ-২০ নারী দলে। বাঘিনীদের উত্তাপ হাড়ে হাড়ে টের পেয়েছে শ্রীলঙ্কা অ-২০ নারী দল। আজ কিংস অ্যারেনায় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে লঙ্কানদের ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে আফিদা খাতুনরা।

ম্যাচের শুরু থেকেই অবশ্য দাপট দেখিয়েছে স্বাগতিকেরা। ম্যাচের দ্বিতীয় মিনিটের মাথায় সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন মিডফিল্ডার স্বপ্না রানী। তিন মিনিট পরেই লঙ্কান রক্ষণভাগকে ফাঁকি দিয়ে দ্বিতীয় গোল করেন মুনকি আক্তার। এরপর টানা আক্রমণে ৩৭ মিনিটে তৃতীয় গোল করেন মোসাম্মাৎ সাগরিকা।

প্রধমার্ধ শেষ হওয়ার আগে শ্রীলঙ্কার জালে আরও দুইবার বল জড়ালেও অফসাইডের কারণে সেই গোল গণনা হয়নি। তাতে ৩-০ ব্যবধান নিয়েই প্রধমার্ধের বিরতিতে যায় বাংলাদেশ দল।

বিরতির পর অধিনায়ক আফিদা খন্দকার সহ তিনজনকে উঠিয়ে নেন কোচ বাটলার। এতে অবশ্য বাংলাদেশের খেলার ধার কমেনি মোটেও। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার কাটব্যাকে গোলমুখে আনমার্কড থাকা মুনকি গোল করেন। ৫০ মিনিটে বাঁ দিক থেকে আসা ক্রস দারুণ প্লেসিং শটে জালে জড়ান শিখা। 

তিন মিনিট পর একক প্রচেষ্টায় এগিয়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান বাড়ান সাগরিকা। পাঁচ মিনিট পর পুজার কাট ব্যাকে প্লেসিং শটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটে রুপা বাংলাদেশের হয়ে অষ্টম গোল করেন। বাড়তি সময়ে শ্রীলঙ্কার লালিয়ান এক গোল শোধ করেন। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বাংলাদেশের হয়ে শেষ গোল করেন শান্তি। 

আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

এমআই