Advertisement
Us Bangla Airlines
ফিফটির সঙ্গে ২ রেকর্ডে নাম লেখালেন মেহেদি মিরাজ

ফিফটির সঙ্গে ২ রেকর্ডে নাম লেখালেন মেহেদি মিরাজ

খেলা ডেস্ক

০৮ অক্টোবর ২০২৫, ২১:৪৮

আফগানিস্তানের প্রথম ওয়ানডেতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১০ রান করেই বিদায় নেন ওপেনার তানজিদ তামিম। অভিষিক্ত ওপেনার সাইফ হাসান ভালো শট খেললেও ইনিংস বড় করতে পারেননি। তিনে নামা শান্ত করেছেন মাত্র ২ রান। তিন ব্যাটারের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ ও তাওহীদ হৃদয়।

চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে শতরানের জুটি গড়েছেন। আফগানিস্তানের বিপক্ষে এই উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। তবে রান আউটে কাটা পড়ে জুটি ভাঙ্গার আগে ফিফটি হাঁকান মিরাজ-হৃদয়। আফগানিস্তানের বিপক্ষে এটা মিরাজের চতুর্থ অর্ধশতক ও ক্যারিয়ারের সপ্তম।

ফিফটির সঙ্গে ২ রেকর্ডে নাম লেখালেন মেহেদি মিরাজ

এদিকে ব্যাট হাতে ক্যাপ্টেনস নকের দিনে দুই রেকর্ডে নাম লিখিয়েছেন মেহেদী মিরাজ। ওয়ানডেতে আফগানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এখন মিরাজের। এর আগে সবচেয়ে বেশি রান ছিল মুশফিকের। তবে ম্যাচ শুরুর আগে মুশফিককে ছাড়াতে প্রয়োজন ছিল ৫০ রান। মিরাজ ফিফটি করেই সবার শীর্ষে নাম লিখিয়েছেন।

ফিফটি করে আরেক রেকর্ডে নাম লিখিয়েছেন টাইগার দলপতি। বাংলাদেশ-আফগানিস্তান মধ্যকার ম্যাচে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন হাসমতউল্লাহ শাহিদি। ৫ বার পঞ্চাশের বেশি রান করেছেন এই ব্যাটার। আজ ফিফটি করে আফগান অধিনায়কের সঙ্গে নাম লেখালেন মিরাজ।

বাংলাদেশের হয়ে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। রশিদদের বিপক্ষে চারটি ফিফটি রয়েছে তার। তবে এক সেঞ্চুরি আর চার ফিফটিতে মিরাজ ওঠলেন সবার শীর্ষে। তবে রেকর্ডে নাম লেখালেও মিরাজের বাকি সতীর্থদের ব্যাটিং অবস্থা ছিল বেশ নাজুক।

এমআই