
ইউরোপের গল্প শুনিয়ে নেপালেই থামল বাফুফে
খেলা ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ১৯:৩২
বাংলাদেশ ক্রিকেটের বিপদের বন্ধু জিম্বাবুয়ে। খারাপ সময়ে পাশে দাঁড়ানো কিংবা প্রীতি ম্যাচে আয়োজন— সবখানে জিম্বাবুয়েকে পাশে পায় বিসিবি। বাংলাদেশ ফুটবলের বিপদের বন্ধু নেপাল। প্রস্ততি কিংবা প্রীতি ম্যাচ খেলতে বাফুফে বারবার সেই নেপালকেই ডেকে আনে। এবারও হলো তাই।
সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচের প্রতিপক্ষ নেপাল। আজ দুপুরে অল নেপাল ফুটবল এসোসিয়েশন তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
বাফুফে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ইউরোপের দলের বিপক্ষে খেলাতে চেয়েছিল। সেপ্টেম্বর উইন্ডোতে অধিকাংশ বিশ্বকাপ বাছাই এবং অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগেই নির্ধারিত হওয়ায় এশিয়ায় মনোনিবেশ করে বাফুফে।
এশিয়ার অনেক দেশের সঙ্গে আলাপ আলোচনা করলেও শেষ পর্যন্ত নেপাল-শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিষয়ে এগিয়ে ছিল। শ্রীলঙ্কা কলম্বোতে ভুটানের বিপক্ষে খেলবে। নেপাল বাংলাদেশের পক্ষে খেলার আগ্রহ প্রকাশ করায় বাফুফে রাজি হয়েছে। নেপাল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা দিলেও বাফুফে এখনো কিছু জানায়নি।
বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র্যাংকিং ১৫৩। উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে ১৭৫ র্যাংকিংয়ে থাকা নেপাল ম্যাচ দিয়ে। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের কতটুকু উন্নতি বা কার্যকর হবে সেটাই প্রশ্ন।
এমআই