Advertisement
Us Bangla Airlines
সাগরিকার জোড়া গোলে এশিয়ান মঞ্চে বাংলাদেশের দারুণ শুরু!

সাগরিকার জোড়া গোলে এশিয়ান মঞ্চে বাংলাদেশের দারুণ শুরু!

খেলা ডেস্ক

০৬ আগস্ট ২০২৫, ২০:৫৫

এএফসি অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ভিয়েনতিয়ানে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড সাগরিকা, অন্য গোলটি এসেছে মুনকির পা থেকে।

ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। কর্নার থেকে নেওয়া বলে বক্সের মধ্যে লাফিয়ে হেড করে জালে পাঠান সাগরিকা। ধূর্ততার হেডে লাওস গোলরক্ষক কিছুই করতে পারেননি। সাগরিকার এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে আফিদা খন্দকারের দল।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্যবধান বাড়ান মুনকি আক্তার। ডান দিক থেকে বল নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে নিখুঁত শটে বল পাঠান জালে। এই গোলের ঠিক আগেই বাংলাদেশের আরও একটি গোল হওয়ার সুযোগ এসেছিল। কিন্তু শিখার দূরপাল্লার শট লাগে ক্রসবারে। 

May be an image of 5 people, people playing football, people playing soccer and text

দ্বিতীয়ার্ধে মুনকির গোলে ব্যবধান ২-০ করার পরও বাংলাদেশের আরেকটি হেড আবারো ক্রসবারে লেগে ফিরে আসে। ৮৫ মিনিটে লাওস একটি গোল করে ম্যাচে ফেরার আভাস দেয়। বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী মণ্ডল পোস্ট ছেড়ে এগিয়ে আসায় লাওসের ফরোয়ার্ড ফিনিশিং করে গোল আদায় করে নেয়।

তবে ইনজুরি সময়ের শেষ মুহূর্তে আবারও দৃশ্যপটে আসেন সাগরিকা। প্রতিপক্ষের রক্ষণের ভুলে পাওয়া সুযোগে ঠান্ডা মাথায় ফিনিশিং করে নিজের দ্বিতীয় গোল ও দলের তৃতীয় গোল নিশ্চিত করেন এই ফরোয়ার্ড। তাতেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়।

সম্প্রতি সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে একাই চার গোল করেছিলেন সাগরিকা। সেই ফর্ম ধরে রেখে এবার এশিয়ার মঞ্চেও গোল করে চলেছেন তিনি।

বাংলাদেশের গ্রুপে আরও আছে দক্ষিণ কোরিয়া ও তিমুর লেস্তে। দক্ষিণ কোরিয়া যেখানে হট ফেভারিট, সেখানে বাংলাদেশের লক্ষ্য গ্রুপ রানার্স আপ হয়ে সেরা তিন রানার্স আপের তালিকায় থেকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যের পথে প্রথম ধাপটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর সেটাই দারুণভাবে পেরিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।

এমআই