Advertisement
Us Bangla Airlines
মুম্বাইয়ের জার্সিতে এত রান আগে করেনি কেউ

মুম্বাইয়ের জার্সিতে এত রান আগে করেনি কেউ

খেলা ডেস্ক

২৭ মে ২০২৫, ১৪:১১

পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকতে পাঞ্জাবকে হারাতেই হতো রোহিতদের। কিন্তু সুযোগটা আর কাজে লাগাতে পারেনি হার্দিক পান্ডিয়ার দল। তাতে পয়েন্ট টেবিলের চারে থেকেই আইপিএলের গ্রুপ পর্ব শেষ করছে মুম্বাই ইন্ডিয়ানস। পাঞ্জাবের বিপক্ষে হেরে যাওয়ার দিনেও নতুন রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদব।

মুম্বাইয়ের জার্সিতে দুর্দান্ত সময় পার করছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। পাঞ্জাবের বিপক্ষে গতকালও পেয়েছেন ফিফটির দেখা। ৩৯ বলে ছয় বাউন্ডারি আর দুই ছক্কায় ৫৭ রান করেন সূর্যকুমার। তাতেই শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে আইপিএলে নতুন রেকর্ড গড়েছেন এই ডানহাতি ব্যাটার।

আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করেছিলেন শচীন টেন্ডুলকার। ২০১০ মৌসুমে মুম্বাইয়ের হয়ে ৬১০ রান করেছিলেন ক্রিকেটের বরপুত্র। এতদিন পর্যন্ত সেটাই মুম্বাইয়ের কোনো ক্রিকেটারের রেকর্ড  ছিল। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫৭ রানের ইনিংস খেলার পথেই শচীনকে টপকে গেছেন সূর্যকুমার।

টানা তিন ম্যাচে ফিফটি হাঁকানো সূর্য ইতোমধ্যে ৬৪০ রান করে বসেছেন। পাঁচবার শিরোপা জেতা মুম্বাইয়ের কোনো ব্যাটার এর আগে এক মৌসুমে এত রান করেনি। মুম্বাইয়ের হয়ে সূর্য সেরা অবস্থানে থাকলেও ব্যাটারদের তালিকায় চলতি মৌসুমে তৃতীয়স্থানে আছেন এ ব্যাটার।

আইপিএলে চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করা ব্যাটার সাই সুদর্শন। ইতোমধ্যে ৬৭৯ রান করেছেন গুজরাটের ওপেনার। তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছেন গুজরাটের অধিনায়ক। ৬৪৯ রান সুদর্শনের পরেই আছে শুভমন গিল। ৬৪০ রান করে তৃতীয়স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব।

এমআই