Advertisement
Us Bangla Airlines
আইপিএলের নিয়মই জানেন না হার্দিক পান্ডিয়া!

আইপিএলের নিয়মই জানেন না হার্দিক পান্ডিয়া!

খেলা ডেস্ক

২২ মে ২০২৫, ২০:৫৬

দিল্লির ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বল। অফ সাইডে তিনজন ফিল্ডার, অন সাইডে ছয়জন ফিল্ডার রেখে বল করছিলেন উইল জ্যাকস। কিন্তু হঠাৎ নো বল ডেকে বসলেন অনফিল্ড আম্পায়ার। আম্পায়ারের ডাকা এমন ‘নো’ বলে হতবাক মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

সেই বলে বোলার জ্যাকসের পা পপিং ক্রিজ অতিক্রম করেনি, আবার বল ব্যাটারের কোমরের ওপরেও ওঠেনি। তবুও আম্পায়ারের নো বলের সিদ্ধান্ত দেখে যেন আকাশ থেকে পড়লেন মুম্বাইয়ের অধিনায়ক। তাৎক্ষণিক আম্পায়ারের কাছে কারণ জানতে চলে গেলেন এই ক্রিকেটার।

আম্পায়ারও হার্দিককে যেন আইপিএলের নিয়ম আরেকবার শুনিয়ে দিলেন। এমসিসির আইন অনুসারে, প্রতিটি ডেলিভারির সময় মাঠের দুই দিকে ফিল্ডারের নির্দিষ্ট সীমা মানতে হবে। ২৮.৪.১ ধারা অনুসারে, বোলার বল ছাড়ার মুহূর্তে মাঠের এক পাশে পাঁচজনের বেশি ফিল্ডার থাকতে পারবেন না।

আইপিএলে আইন আরও নির্দিষ্ট করে বলা হয়েছে। ২৮.৪.১ ধারা অনুযায়ী, অন সাইড বা লেগ সাইডে পাঁচজনের বেশি ফিল্ডার রাখা যায় না। কিন্তু উইল জ্যাকসের সেই ওভারে অন সাইডে ছয়জন ফিল্ডার ছিল। ফলে অতিরিক্ত একজন ফিল্ডারকে লেগ সাইডে রেখে নিয়ম ভেঙেছেন হার্দিক।

আইপিএলের নিয়ম নিয়ে সঠিক ধারণা না থাকায়, শাস্তি হিসেবে নো বল পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্রি হিট বলে ছক্কা মেরে সুযোগটা কাজে লাগান দিল্লির ভিপ্রাজ নিগম। যদিও হার্দিকের এ ভুলে শেষ পর্যন্ত মুম্বাইয়ের তেমন ক্ষতি হয়নি। ম্যাচটি জিতে প্লে-অফে ওঠেছে রোহিতদের দল।

এমআই