Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি ঘোষণা, খেলা ‍শুরু যেদিন

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি ঘোষণা, খেলা ‍শুরু যেদিন

খেলা ডেস্ক

১৫ এপ্রিল ২০২৫, ১৫:২৬

২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিল ভারত দল। মোস্তাফিজের বিধ্বংসী কাটারে সেবার ওয়ানডে সিরিজে পরাজয় বরণ করে ধোনির দল। এরপর ২০২২ সালে পুনরায় বাংলাদেশে আসে ভারত। মিরাজের ম্যাজিকে সেবারও প্রথম দুই ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতে টাইগাররা।

আগামী আগস্টে পুনরায় বাংলাদেশ সফর করবে টিম ইন্ডিয়া। আইসিসির সূচি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ৩ ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ খেলবে হার্দিক পান্ডিয়ারা। ভারতের নতুন সফরকে ঘিরে আজ মঙ্গলবার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অভিষেক ম্যাচেই হৃদয়-জাকেরের ব্যাটে যত রেকর্ড

সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট। এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। 

ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে। 

চ্যাম্পিয়নস ট্রফিতে ১০ ওভারে ৫ উইকেট হারানোর আরও যত ঘটনা

বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আর এই সিরিজটি বেশ ঝাঁকঝমকপূর্ণ হবে বলে আশা করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও খেলা শুরুর সময় এখনো নিশ্চিত করেনি বিসিবি।

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু
১৭ আগস্ট ১ম ওয়ানডে মিরপুর
২০ আগস্ট ২য় ওয়ানডে  মিরপুর
২৩ আগস্ট ৩য় ওয়ানডে চট্টগ্রাম

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ

তারিখ  ম্যাচ ভেন্যু
২৬ আগস্ট ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম
২৯ আগস্ট ২য় টি-টোয়েন্টি মিরপুর
৩১ আগস্ট ৩য় টি-টোয়েন্টি মিরপুর

এমআই